Site icon ইউনিভার্সাল ২৪ নিউজ

এডিস মশার লার্ভা ধ্বংসে কাজ করছে ৫০ হাজার পুলিশ


রাজারবাগ পুলিশ লাইনস এলাকায় এডিস মশার লার্ভা ধ্বংসে ৫০ হাজার পুলিশ কাজ করছে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া।

শনিবার সকালে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনসে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা জানান।রাজারবাগ পুলিশ লাইনস এলাকায় এডিস মশার লার্ভা পায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।

ডেঙ্গুর প্রকোপ শেষ না হওয়া পর্যন্ত আমাদের পরিচ্ছন্নতা অভিযান চলবে উল্লেখ করে ডিএমপি কমিশনার বলেন, আমাদের পরিচ্ছন্নতা অভিযান চলবে। ঈদের আগেই যেন ডেঙ্গু নির্মূল করা যায় সে চেষ্টা করা হবে।

তিনি বলেন, এডিস মশার লার্ভা ধ্বংসে পুলিশের সব ইউনিটকে একযোগে পরিচ্ছন্নতা কার্যক্রম চলাতে নির্দেশ দেওয়া হয়েছে। শনিবার সকাল ৭টা থেকে সব জায়গায় এ কার্যক্রম শুরু হয়েছে।

পুলিশ কমিশনার বলেন, সরকার-স্বাস্থ্য বিভাগ একা এডিস মশা নিয়ন্ত্রণ করতে পারবে না। এজন্য নগরীর সবাইকে সচেতন হতে হবে।


Exit mobile version