Site icon ইউনিভার্সাল ২৪ নিউজ

কালো তালিকাভুক্ত হলেও ভয় নেই শাওমির!


ইউএনভি ডেস্ক:

হুয়াওয়ের মতো যুক্তরাষ্ট্রের কালো তালিকাভুক্ত হলেও ভয় নেই শাওমির। খারাপ পরিস্থিতি মোকাবিলা করতে আগেভাগেই প্রস্তুতি নিয়ে রেখেছে চীনা টেক জায়ান্টটি।

শাওমির প্রোডাক্ট ম্যানেজার অ্যাবি গো। ছবি : গিজচায়না

শাওমির প্রোডাক্ট ম্যানেজার অ্যাবি গো এক সাক্ষাৎকারে বলেন, ভবিষ্যতে তাদেরকে নিষিদ্ধ করা হলে প্ল্যান ‘বি’ অনুসরণ করা হবে। শাওমি তাদের আয়ের একটি অংশ বিনিয়োগ করছে সেমিকন্ডাক্টর (চিপ) উৎপাদনকারী কোম্পানিতে। যুক্তরাষ্ট্রের সাহায্য ছাড়াই যাতে ফোন তৈরি করা যায় তা নিশ্চিতেই এ খাতে বিনিয়োগ বাড়িয়েছে তারা।

এখনকার পরিস্থিতি পর্যবেক্ষণ করা হয়েছে। হুয়াওয়েকে নিষিদ্ধ করার প্রভাব শাওমির উপর পরেনি। যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোর সঙ্গে আমরা খুব নিবিড়ভাবেই কাজ করছি। যেমন শাওমির ফোনে কোয়ালকমের চিপ এবং আইওটি ডিভাইসে গুগলের অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্ম ব্যবহৃত হচ্ছে।

তবে ব্যবসায়িক কৌশলে শর্ত আরোপের সিদ্ধান্ত রাজনীতিবিদদের নেওয়া উচিত নয় বলে আমরা মনে করি।

হার্ডওয়্যার নিয়ে নিজেদের পরিকল্পনার কথা জানালেও সফটওয়্যারের ক্ষেত্রে কি ব্যবহার করা হবে তা জানাননি অ্যাবি গো।


Exit mobile version