Site icon ইউনিভার্সাল ২৪ নিউজ

কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন 8 ক্যামেরার ফোন আসছে এ মাসেই


ইউএনভি ডেস্ক:

দেশের বাজারে টেকনো ক্যামন আই ৪ নামে নতুন স্মার্টফোন আনছে ট্রানশান বাংলাদেশ লিমিটেড। ফোনটিতে থাকছে চার ক্যামেরা ও ডট নচ ডিসপ্লে। টেকনো কর্তৃপক্ষ জানিয়েছে, চলতি মাসেই টেকনোর নতুন স্মার্টফোনটি বাজারে আসবে। এখনো এর দাম নির্ধারণ করা হয়নি।

ক্যামন আই ৪ হবে মিড রেঞ্জ বা মাঝারি দামের ফোন। তবে এতে নতুন প্রযুক্তি হিসেবে ডিউ-ড্রপ ডিসপ্লে ব্যবহার করা হচ্ছে। এ ছাড়া ক্যামেরাতেও অনন্য ফিচার যুক্ত হচ্ছে। এর পেছনে থাকছে কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন তিন ক্যামেরা আর সামনে একটি ক্যামেরা।

টেকনোর একটি সূত্র জানিয়েছে, বাংলাদেশের বাজারের অবস্থা বিবেচনায় সাধ্যের মধ্যে উন্নত ফিচারযুক্ত ফোন হিসেবে আসছে ক্যামন আই ৪। এতে দীর্ঘক্ষণ চার্জ ধরে রাখার সুবিধা থাকবে। এতে ৩৫০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি যুক্ত করা হয়েছে।


Exit mobile version