Site icon ইউনিভার্সাল ২৪ নিউজ

তিনবার গোল করেও গোলশূন্য ড্র ব্রাজিলের


ইউএনভি ডেস্ক:

প্রথম থেকেই প্রতিপক্ষকে চাপে রেখেছিল। দখলেও ছিল বল। একের পর এক আক্রমণ হচ্ছিল প্রতিপক্ষের জালে। কিন্তু সেই আক্রমণ কার্যকরী ছিল না। ফলে যা হওয়ার তাই হলো। ব্রাজিলের মত দলকে আটকে দিল ভেনেজুয়েলা।

বাংলাদেশ সময় বুধবার সকালে সালভাদরে কোপা আমেরিকার ‘এ’ গ্রুপের ম্যাচটি হয়। এতে মুখোমুখি হয় ব্রাজিল ও ভেনেজুয়েলা। ম্যাচটি ড্র হওয়ায় ভেনেজুয়েলার কাছে পয়েন্ট হারিয়েছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। তবে ‘এ’ গ্রুপের টেবিলে প্রথমে আছে ব্রাজিল।

ব্রাজিল তিনবার ভেনেজুয়েলার জালে বল জড়ালেও তিনটি গোলই বাদ দিয়ে দেয় ম্যাচ রেফারি। একবার ফাউল, একবার অফসাইড এবং শেষবার অপরিষ্কার এক কারণে গোল বাতিল করে দেওয়া হয়।

নেইমারকে ছাড়াই কোপার নবম শিরোপার মিশন শুরু করে ব্রাজিল। বলিভিয়াকে ৩-০ গোলে হারিয়ে সূচনাটা দারুণ করলেও সেই ধারাবাহিকতা ধরে রাখেতে পারেনি কৌতিনহো-ফিরমিনোরা। তবে এখন পর্যন্ত পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে আটবারের কোপা চ্যাম্পিয়নরা। দুই ম্যাচে একটি জয় ও ড্রয়ে ৪ পয়েন্ট রেখেছে ঝুলিতে।

শনিবার বাংলাদেশ সময় রাত ১টায় সাও পাওলোতে গ্রুপ পর্বের পরের ম্যাচে পেরুর মুখোমুখি হবে ব্রাজিল।


Exit mobile version