Site icon ইউনিভার্সাল ২৪ নিউজ

বাঁচার শিক্ষা দিয়ে নিজেই হেরে গেলেন সুশান্ত


ইউএনভি ডেস্ক:
সুশান্ত সিং রাজপুতের আকস্মিক মৃত্যুতে থমকে গেছে বলিউড। শোকের চাদরে ঢাকা পড়েছে হিন্দি সিনেমার আঙিনা। প্রিয় নায়কের বিদায়ে কাঁদছেন ভক্তরা।এমনকি সুশান্তের মৃত্যুর খবরে হতবাক নেট নাগরিকরাও। সকলেরই প্রশ্ন, ‘ছিছোড়ে’ মতো ছবিতে অভিনয় করার সুশান্ত কীভাবে এমন ভয়ংকর পদক্ষেপ নিতে পারেন? প্রশ্ন তুলছেন অনেকেই।

সুশান্ত শেষ ছবিটি করেছিলেন, সেটি হল ‘ছিছোড়ে’। যেখানে মানসিক অবসাদে ভেঙে না পড়ার বার্তাই দেওয়া হয়েছিল। পুরো ছবিটি তৈরি হয়েছিল মানসিক অবসাদ, জীবনের সাফল্য নিয়ে শিক্ষা দেওয়া হয়েছিল গোটা ছবিতে। সেই তিনিই পরাজিত সৈনিকের মতো হেরে গেলেন জীবনের কাছে।

সুশান্তের মৃত্যুর পর বারবারই উঠে আসছে এ ছবির সেই ডায়ালগগুলো। ‘ছিছোড়ে’ ছবিতে সুশান্তের ছেলে যখন আত্মহত্যার চেষ্টার পর মৃত্যুর সঙ্গে লড়াই করছিলেন তখন সুশান্তকে বলতে শোনা যায়, ‘পরীক্ষার ফলাফল কখনও ঠিক করে দেয় না তুমি সফল নাকি বিফল, তুমি কতটা চেষ্টা করেছো সেটা ঠিক করে দেয় তোমার সাফল্য।’ ছবিতে এভাবেই আরও অনেক ডায়ালগ রয়েছে, যেগুলি জীবনেক শিক্ষা দেয়, মনোবল বাড়ায়।


Exit mobile version