Site icon ইউনিভার্সাল ২৪ নিউজ

বাঘায় এক সাথে ১৪৬ শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন


বাঘা প্রতিনিধি :
“সবুজের জযগানে, এসো মিলি প্রাণে প্রাণে” এ স্লোগানে শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থীদের একদিনের টিফিনের পয়সা বাঁচিয়ে ৫০ হাজার গাছের চারা রোপণ কর্মসূচি’র উদ্বোধন করা হয়েছে। রাজশাহীর বাঘা উপজেলা প্রশাসনে আয়োজনে গতকাল সোমবার সকাল ১০ টায় বাঘা মডেল উচ্চ বিদ্যালয় মাঠে থেকে এই বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

এ অনুষ্টানে উপজেলার উচ্চ দ্যিালয়, কলেজ, কারিগরি, মাদ্রাসাসহ ১৪৬ শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থীদের অংশ গ্রহণে নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠান এলাকায় জনপ্রনিধি, শিক্ষানুরাগী, পরিচালনা কমিটির সদস্যদের নিয়ে আনুষ্ঠানিকভাবে একযোগে বৃক্ষ রোপণ কর্মসূচির পালন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শাহিন রেজা, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আ.লীগের যুগ্ম সম্পাদক এ্যাড. লায়েব উদ্দীন লাভলু, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল, উপজেলা মাধ্যমিক অফিসার আরিফুর রহমান, এবিএম সানোয়ার হোসেন, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আনজারুল ইসলাম প্রমুখ।


Exit mobile version