ভোটের এক মাস পর বিএনপির প্রতিবাদ কর্মসূচি


নিজস্ব প্রতিবেদক :

গত ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্টের ভরাডুবি হয়। ঐক্যফ্রন্ট ও বিএনপি ভোটের ফল বর্জন করে। তাদের প্রার্থীরা ৮টি আসনে জয়ী হলেও শপথ না নেওয়ার ঘোষণা দেয়।  নির্বাচিত অন্যরা ইতিমধ্যে শপথ নিয়েছেন এবং মন্ত্রিসভাও গঠন সম্পন্ন করেছে।

তবে ভোট কারচুপি ও নিয়ন্ত্রিত নির্বাচনের অভিযোগ করলেও কার্যত মাঠের আন্দোলনে নামেনি বিএনপি। এক মাস পর একাদশ জাতীয় সংসদের অধিবেশন শুরুর দিন তারা প্রথম কর্মসূচিতে নামলো।

জাতীয় প্রেসক্লাবের সামনে বুধবার দুপুরে মানববন্ধন করে বিএনপি।

জাতীয় সংসদের প্রথম অধিবেশনের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে বিএনপির ঘোষিত মানববন্ধন কর্মসূচি বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে শুরু হয়েছে। বেলা ১১টায় এ কর্মসূচি শুরু হওয়ার কথা থাকলেও এর আধা ঘণ্টা আগে থেকেই প্রেসক্লাবের সামনের ফুটপাতে এসে জড়ো হন বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

মানববন্ধনে বিএনপির নেতারা অভিযোগ করেন, একাদশ সংসদ নির্বাচনে ভোট ডাকাতি হয়েছে। এই ভুয়া ভোটের সংসদের কোনো বৈধতা নেই। এই সরকারের অধীনে আর কোনো নির্বাচনে না যাওয়ার প্রত্যয় ব্যক্ত করে বক্তারা বলেন, ‘আর কোনো নির্বাচন না গিয়ে খালেদা জিয়ার মুক্তি আন্দোলনকে এগিয়ে নিতে হবে।’

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম বলেন, অনেকে বলে থাকেন- বিএনপি কেনো নির্বাচনে যায় না। এখন তারাও দেখেছেন- শেখ হাসিনার অধীনে কোনো নির্বাচন সুষ্ঠু হয় না। তাই বলব আর কোনো নির্বাচন নয়, দেশনেত্রী খালেদা জিয়ার মুক্তি আন্দোলনের কর্মসূচি ঘোষণা করুন।

মানববন্ধনে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ড. মঈন খান, সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী প্রমুখ।

এর আগে মঙ্গলবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী মানববন্ধন কর্মসূচির বিষয়টি জানান। এ সময় মানববন্ধন কর্মসূচির ঘোষণা করে তিনি বলেছিলেন, ‘একাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন উপলক্ষে এই মানববন্ধন করা হবে।’

 


শর্টলিংকঃ