Site icon ইউনিভার্সাল ২৪ নিউজ

মেডিকেল রোবট বানাল ইরান


ইউএনভি ডেস্ক:

কোভিড-১৯ মোকাবেলায় মেডিকেল রোবট তৈরি করেছে ইরান।এই রোবট তৈরিকে ইরানের স্বাস্থ্য ও চিকিৎসা খাতের একটি বড় সাফল্য হিসেবে দেখা হচ্ছে।

বুধবার তৈরি এই অপারেশনাল মেডিকেল রোবটের নাম দেয়া হয়েছে ‘কেওয়ান লাইফবট’। ইরানের বিশেষজ্ঞরা এক মাসেরও কম সময়ে এই রোবট তৈরি করেছেন।
এই মেডিকেল রোবট চিকিৎসক ও রোগীর মধ্যে অডিও-ভিডিও যোগাযোগের পাশাপাশি বিভিন্ন কক্ষে খাবার ও ওষুধ পরিবহন করতে সক্ষম। এছাড়া রোবটটিতে অন্যান্য রোবট নিয়ন্ত্রণেরও ব্যবস্থা রাখা হয়েছে।

এই রোবটে স্টেরিও ভিশন প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। এতে চলাচলের পথের বাধা শনাক্তকরণ সেন্সর ছাড়াও রয়েছে শরীরের তাপমাত্রা ও রক্তের অক্সিজেনের স্তর পরিমাপ করার প্রযুক্তি। করোনা মোকাবেলায় এই রোবটে প্রয়োজনে আরও কিছু সেন্সর যুক্ত করা যাবে।

আরও পড়তে পারেন  করোনায় বাংলাদেশ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তার মৃত্যু


Exit mobile version