নিজস্ব প্রতিবেদক :
সোমবার মধ্যরাতে বৃষ্টি। মঙ্গলবার সকাল থেকে রৌদ্রউজ্জ্বল দিন। সন্ধ্যে নামতেই আকাশে মেঘের আনাগোনা। রাতে কয়েক ফোঁটা বৃষ্টি ঝরেও থেমে যায়। বুধবার সকালে আকাশজুড়ে মেঘের ভেলা। কখনও ঝিরিঝিরি বৃষ্টি। আবার কখনও মেঘের মধ্য থেকে উঁকি দিচ্ছে সূর্য।

গত তিন দিন ধরে রাজশাহীর আকাশে মেঘ-সূর্যের এমন লুকোচুরি খেলা চলছে। বুধবার সকাল ৬টায় বৃষ্টি শুরু হয়। কিছুক্ষণ পরই তা থেমে যায়। বেলা ১১টার দিকে ফের ঝিরিঝিরি বৃষ্টি পড়তে দেখা যায়।
তা থেমে গিয়ে দুই তিন ঘন্টা ফের রোদের দেখা মেলে। দুপুর ২টা এ প্রতিবেদন লেখার সময়ে রাজশাহীর আকাশে মেঘের তর্জন-গর্জন শোনা যাচ্ছিল।
রাজশাহী আবহাওয়া পর্যবেক্ষক লতিফা হেলেন বলেন, বুধবার সকাল ৬টায় রাজশাহী অঞ্চলে দশমিক দুই মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

এদিকে, বসন্তের বৃষ্টিতে ভোগান্তিতে পড়ছে স্কুলগামী শিক্ষার্থীরা। কর্মজীবী মানুষেরাও ছাতা হাতে বের হয়েছেন রাস্তায়। ভোগান্তি পোহাতে হচ্ছে নিম্ন আয়ের মানুষদেরও।
এমন বৃষ্টি ও দমকা হওয়ায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হওয়ার শঙ্কায় পড়েছেন রাজশাহীর আমচাষীরা। আমের মুুকুল ঝরে পড়ছে। ফলে ফলন কমে যাওয়ার সম্ভাবনার কথা বলছেন চাষীরা।