Site icon ইউনিভার্সাল ২৪ নিউজ

রামেক হাসপাতালে ইন্টার্নদের কর্মবিরতি প্রত্যাহার


নিজস্ব প্রতিবেদক :

নিজেদের স্বাস্থ্য নিরাপত্তায় পার্সোনাল প্রক্টেটিভ ইকুইপমেন্ট নিশ্চিত করার দাবিতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদেরচলা কর্মবরতি প্রত্যাহার করা হয়েছে।

 

বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে এ তথ্য জানিয়েছেন ইন্টার্ন  চিকিৎসক পরিষদের সাধারণ সম্পাদক ইকবাল হাসান হিমেল। তিনি বলেন, প্রাথমিকভাবে দাবি পূরণ হওয়ায় ইন্টার্নরা কাজে যোগ দিয়েছেন।

ইন্টার্ন  চিকিৎসক পরিষদের সাধারণ সম্পাদক ইকবাল হাসান হিমেল জানান,  হাঁচি-কাশিসহ নানা ধরনের সংক্রমণ নিয়ে রোগীরা এই হাসপাতালে আসছেন। কিন্তু তাঁদের পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই হাসপাতালে ভর্তিও করা হচ্ছে। এ অবস্থায় নূন্যতম স্বাস্থ্যনিরাপত্তা ছাড়াই  রোগীদের চিকিৎসা দিতে হচ্ছে। তাই পার্সোনাল প্রক্টেটিভ ইকুইপমেন্ট নিশ্চিত করা না হলে চিকিৎসকরাও করোনা ঝুঁকিতে পড়তে পারেন। তাই সকাল টা থেকে কর্মবিরতি শুরু হয়। তবে হাসপাতালের পরিচালক দাবি পূরণের আশ্বাস  দেয়ায় দুপুরে কর্মবিরতি প্রত্যাহার করা হয়।


Exit mobile version