Site icon ইউনিভার্সাল ২৪ নিউজ

সম্পত্তি নিয়ে বিরোধের জেরে ব্যবসায়ীকে হত্যা


ইউএনভি ডেস্ক:
নোয়াখালীর বেগমগঞ্জে সম্পত্তি নিয়ে বিরোধের জেরে মোহাম্মদ উল্যাহ(৫৫) নামের এক ব্যবসায়ী খুনের শিকার হয়েছেন। সোমবার (২২ জুন) বিকালে পুলিশ উপজেলার দূর্গাপুর ইউনিয়নের লক্ষ্মীনারায়নপুর গ্রামের ফজলুল হক মাষ্টারের বাড়ি থেকে তার লাশ উদ্ধার করা হয়।

মোহাম্মদ উল্যাহ ওই বাড়ির মৃত আবদুল জাব্বারের পুত্র ও চৌমুহনী পোষ্ট অফিস রোড আলিফ প্রেসের মালিক। এ নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিহতের স্বজনরা জানায়, মোহাম্মদ উল্যার সাথে একই বাড়ীর আবদুল কাদেরের পুত্র আবু তাহেরের দীর্ঘদিন থেকে সম্পত্তি নিয়ে বিরোধ চলছিলো। নিহতের স্বজনরা তার মৃত্যুর জন্য আবু তাহেরকে দায়ের করছেন।

অতিরিক্ত পুলিশ সুপার (বেগমগঞ্জ সার্কেল) শাহ জাহান শেখ বিষয়টি নিশ্চিত করে জানান, আমরা মৃতদেহটি উদ্ধার করেছি। ময়নাতদন্ত হবে, রিপোর্টের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেয়া হবে। এখন কেউ মামলা করতে চাইলে আমরা মামলা নেব। আমরা বিষয়টি গুরুত্বসহকারে দেখবো।


Exit mobile version