রাজশাহীতে অজ্ঞান হয়ে রাস্তায় এসএসসি পরীক্ষার্থী


মেহেদী হাসান: 

রাজশাহী নগরীর মেডিকেল ঘোষপাড়া মোড়ে রাস্তার ধারে অজ্ঞান হয়ে পড়েছিল লাবনী আক্তার নামে এক তরুণী। লাবনীর বয়স আনুমানিক ১৭ বছর। সে পবা উপজেলার হড়গ্রাম ইউনিয়নের ২ নং ওয়ার্ডের লালমোহনের মেয়ে।

বুধবার রাত ৯টা ৪৫ মিনিটে মেয়েটিকে অজ্ঞান হয়ে পড়ে থাকতে দেখে এলাকাবাসী। পরে পুলিশকে খবর দেয় তারা। খবর পাওয়ার পর তরুণীটিকে উদ্ধারে রাজপাড়াথানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। পরে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে।

প্রত্যক্ষদর্শী রাবেয়া খাতুন ইউনিভার্সাল ২৪নিউজ-কে বলেন, ঘোষপাড়া মোড়ে ব্লাক ক্যাফে রেস্তোরার সামনে বৈদ্যুতি খুঁটির কাছে এসই মেয়েটি অজ্ঞান হয়ে পড়ে যায়। আমরা সাথে সাথে তুলে নিয়ে দোকানের সাথে হেলান দিয়ে বসাই। চোখে মুখে পানি ছিটিয়ে দিই। তার পরেও জ্ঞান না ফেরায় পুলিশকে খবর দিই।

লাবনীর বাবা লালমোহন ইউনিভার্সাল২৪নিউজ_কে বলেন, আমার মেয়ে আধা ঘন্টা আগে বের হয়েছে। তারপরেই পুলিশের কল আসে। বাসায় ২টি মোবাইল থাকা সত্তেও নিয়ে যায় নি। কাল লাবনীর পরিক্ষা আছে। আমার মেয়ের সমস্যা আছে। এর আগে ৫-৬ বার অজ্ঞান হওয়ার ঘটনা ঘটেছে। আমরা কবিরাজী এবং ডাক্তারী চিকিৎসা করাচ্ছি। ডাক্তার বলেছে ভাল হয়ে যাবে।

লাবনীর ভাই জানান, পুলিশ সকালে ডাক্তার দেখানোর পরে তাকে ছাড়বে। পুলিশ কেইস হওয়ার কারণে রাতে লাবনীকে নিয়ে আসতে দেয়নি। এখন সে সুস্থ আছে।

পুলিশ জানায়, মেয়েটির কাছে কোন ফোন কিংবা ব্যাগ ছিলনা। জ্ঞান ফেরার পরে তার কাছ থেকে মোবাইল নাম্বার জেনে পরিবারের কাছে খবর দেওয়া হয়েছে। পরিবারের লোকজন আসলে সকালে আমরা তাকে তাদের হাতে তুলে দিব।


শর্টলিংকঃ