Site icon ইউনিভার্সাল ২৪ নিউজ

অতি জরুরি প্রয়োজন ছাড়া বের হলে‌ই ব্যবস্থা


ইউএনভি ডেস্ক: 

সারা দেশে আগামীকাল বৃহস্পতিবার শুরু হচ্ছে সাত দিনের ‘কঠোর লকডাউন’। এই সময়ে অতি জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে গেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।

আজ বুধবার (৩০ জুন) মন্ত্রিপরিষদ বিভাগের পক্ষ থেকে এসংক্রান্ত প্রজ্ঞাপনে জানিয়েছে, অতি জরুরি প্রয়োজন ব্যতীত (ওষুধ ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি ক্রয়, চিকিৎসাসেবা, মরদেহ দাফন বা সৎকার ইত্যাদি) কোনোভাবেই বাড়ির বাইরে বের হওয়া যাবে না। নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

‘কঠোর লকডাউন’ বাস্তবায়ন করতে বৃহস্পতবিার (১ জুলাই) থেকে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ, র‍্যাব ও আনসার সদস্যরা মাঠে থাকবেন বলে জানানো হয়েছে প্রজ্ঞাপনে।


Exit mobile version