অদম্য ইচ্ছেশক্তিতেই পরীক্ষা দিচ্ছে রকি


আমানুল হক আমান, বাঘা:

দুই হাতের কব্জি দিয়ে লিখে এইচএসসি পরীক্ষা দিচ্ছে রকি। রকি রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী পৌরসভার গোচর গ্রামের আকছেদ আলীর ছেলে। তার পুরো নাম মেহেদী হাসান রকি।গতকাল সোমবার রকি আড়ানী আলহাজ্ব এরশাদ আলী ডিগ্রী মহিলা কলেজ কেন্দ্রের ৩০২ নম্বর কক্ষের এইচএসসি পরীক্ষার বাংলা প্রথমপত্র বিষয়ে পরীক্ষা দেয়।

 

রকি প্রতিবন্ধী হয়েও জীবন থেমে নেই। সে শিক্ষা গ্রহণ করে প্রসাশনিক কর্মকর্তা হতে চায়। মেহেদী হাসান রকি জন্মগত প্রতিবন্ধী। কিন্তু তার বাবা-মায়ের প্রচেষ্টায় প্রতিবন্ধী হয়েও সে সকল কাজে সফলভাবে গড়ে উঠছে। রকির দু’টি হাত থাকলেও সাধারণ মানুষের চেয়ে অনেকাংশে ছোট এবং আঙ্গুল বিহীন। তার আঙ্গুল বিহীন ছোট হাত দিয়ে সব ধরনের কাজ করতে সক্ষম। রকি আড়ানী মনোমোহীনি সরকারি উচ্চবিদ্যালয়ের বিজ্ঞান বিভাগ থেকে ২০১৭ সালে এসএসসি পাশ করে আড়ানী ডিগ্রী কলেজে মানবিক বিভাগে ভর্তি হয়। সে দ্বিতীয় শ্রেণি হতে একাদশ শ্রেণি পর্যন্ত লেখা-পড়ায় ভাল রেজাল্ট করে আসছে। রকি পঞ্চম ও অষ্টম শ্রেণিতে জিপিএ-৫ পেয়েছিল।

আড়ানী ডিগ্রী কলেজের উপাধ্যক্ষ শেখ সামসুদ্দিন বলেন, রকি প্রতিবন্ধী হলেও তার মেধা অন্যান্য ছাত্র-ছাত্রীদের চেয়ে অনেক বেশি। তার হাতের লেখাও ভাল। রকি লেখা পড়ার পাশাপাশি সব ধরনের খেলাধুলা, বাই-সাইকেল চালানো ছাড়াও অন্যান্য কাজ নিজে করতে পারে।এইচএসসি পরীক্ষার্থী মেহেদী হাসান রকি বলেন, আমি অতি দরিদ্র পরিবারের ছেলে তাই আমি চাই লেখাপড়া শিখে প্রশাসনিক কর্মকর্তা হয়ে পিতা মাতার দরিদ্র সংসারকে স্বনির্ভর করে গড়ে তুলব। আমি সকলের কাছে দোয়া কামনা করছি।

রকির পিতা আকছেদ আলী বলেন, আমার চার সদস্যের পরিবার রকি বড় ছেলে। আমার পিতা আবদুুল জলিল উদ্দিনের কাছে থেকে দুই বিঘা জমি পেয়েছি। এই জমিতে কাজ করে যা আয় হয় তা দিয়ে কোন রকম সংসার চলে। এছাড়া ছেলের লেখা-পড়ার খরচ চালাতে কষ্ট হয়।রকির মা ছবিলা বেগম বলেন, আমার আরেকটি আরফিন আফতান রাহাত নামের ছেলে সন্তান রয়েছে। তাকে নিয়ে কোন রকম দিন পার করছি।

আড়ানী আলহাজ্ব এরশাদ আলী ডিগ্রী মহিলা কলেজ কেন্দ্রের কেন্দ্র সচিব অধ্যক্ষ শাহবাজ আলী বলেন, রকি প্রতিবন্ধী হওয়ার হার জন্য ১৫ মিটির সময় বাড়িয়ে দিয়ে পরীক্ষা গ্রহণ করা হয়েছে।কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত বাঘা উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মাহমুদুল হাসান বলেন, তার দুই হাতের আঙ্গুল নেই, কিন্তু দুই হাত দিয়ে চমৎকারভাবে লেখতে দেখেছি।উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিন রেজা বলেন, রকি আড়ানী আলহাজ্ব এরশাদ আলী মহিলা ডিগ্রী কলেজ কেন্দ্রে পরীক্ষা দিচ্ছে দেখেছি। তবে তার হাতের লেখা অন্যাদের চেয়ে ভালো।


শর্টলিংকঃ