Site icon ইউনিভার্সাল ২৪ নিউজ

অনলাইনে সন্ত্রাসী নিয়োগের চেষ্টা করছে আইএস


ইউএনভি ডেস্ক:
নিজেদের আরও শক্তিশালী করার চেষ্টা চালাচ্ছে জঙ্গি সংগঠন আইএস। এজন্য গোয়েন্দা সংস্থার নজর এড়িয়ে কোভিড-১৯ মহামারির মধ্যে অনলাইনে সদস্য যোগাড় করে কিভাবে কার্যক্রম চালানো যায়, সে কৌশলও শেখাচ্ছে তারা।

সম্প্রতি ভারতের গোয়েন্দা সংস্থাগুলোর এক বৈঠকে এমন তথ্য ওঠে এসেছে বলে দেশটির গণমাধ্যমের প্রতিবেদন বলছে।

মে মাসে প্রকাশিত আইএস-এর সঙ্গে যুক্ত ‘দ্য সাপোর্টারস সিকিউরিটি’ নামে একটি সাইবার সিকিউরিটি ম্যাগাজিন সামাজিক যোগাযোগ মাধ্যমে কী সাবধানতা অবলম্বন করা উচিত, যার মাধ্যমে গোয়েন্দা সংস্থারগুলোকে ফাঁকি দেওয়া যায়, তার বর্ণনা দেয়। ২৪ পৃষ্ঠার ওই ম্যাগাজিন স্মার্টফোন এবং কম্পিউটার ব্যবহার করার সময় কীভাবে সতর্ক হতে হবে তাও বর্ণনা করে।


Exit mobile version