অবশেষে বিজেপির হাতে কর্নাটক


কর্নাটকে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বিজেপির বিএস ইয়েদুরাপ্পা। শুক্রবার সন্ধ্যা ৬টায় চতুর্থবারের মতো শপথবাক্য পাঠ করেন তিনি। কংগ্রেস-জনতা দল নিরপেক্ষ (জেডিএস) জোটের মুখ্যমন্ত্রী এইচডি কুমারাস্বামীর ১৪ মাস বয়সী সরকারের পতনের তিন দিনের মাথায় রাজ্যের দখল নিল বিজেপি। শপথ নিলেও অনুগত এমপির সংখ্যায় পার্লামেন্টে এখনও গরিষ্ঠতা অর্জন করতে পারেননি ইয়েদুরাপ্পা।

আগামী ৩১ জুলাইয়ের মধ্যে সেই সংখ্যাগরিষ্ঠতা তাকে দেখাতে হবে। ইয়েদুরাপ্পা বলছেন, ‘সংখ্যাগরিষ্ঠ এমপির সমর্থন অর্জনের ব্যাপারে আমি ১০১ ভাগ নিশ্চিত।’বিজেপির এই মুহূর্তে ১০৬ এমপি রয়েছেন। সংখ্যাগরিষ্ঠ হতে হলে এখনও ৭ এমপির সমর্থন প্রয়োজন। খবর এনডিটিভির।

মুখ্যমন্ত্রী হিসেবে কখনই পুরোটা সময় থাকতে পারেননি ৭৬ বছরের এই প্রবীণ নেতা। এর আগেরবার মুখ্যমন্ত্রীর গদিতে ছিলেন মাত্র ৪৮ ঘণ্টা। মুখ্যমন্ত্রী হয়েও আস্থা ভোটের আগেই পদত্যাগ করেন ইয়েদুরাপ্পা।

এদিন সকাল ১০টা নাগাদ সরকার গড়ার দাবি নিয়ে রাজ্যপাল বাজুভাই বালার সঙ্গে সাক্ষাৎ করেন ইয়েদুরাপ্পা। রাজ্যপাল দাবি মেনে নেন। তারপরই রাজভবন থেকে বেরিয়ে এসে ইয়েদুরাপ্পা বলেন, রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ হয়েছে। মুখ্যমন্ত্রী হিসেবে সন্ধ্যা ৬টায় শপথ নেবেন বলেও জানান তিনি।

লোকসভা নির্বাচনের ফল প্রকাশের এক মাসের মধ্যেই পড়ে যাবে কুমারস্বামী সরকার। রাজ্যে ক্ষমতায় আসবে বিজেপি- এমনটাই হুমকি দিয়েছিলেন বিএস ইয়েদুরাপ্পা। আর সেটাই সত্যি হল।

আস্থা ভোটে ধরাশায়ী হলেন কংগ্রেস-জনতা দল নিরপেক্ষ (জেডিএস) জোটের মুখ্যমন্ত্রী কুমারাস্বামী। বহু টানাপোড়েনের পর মঙ্গলবার কর্নাটক বিধানসভায় আস্থা ভোটে হেরে যান মুখ্যমন্ত্রী কুমারাস্বামী। ফলে পদত্যাগ করতে বাধ্য হন তিনি।


শর্টলিংকঃ