অবৈধ র‌্যাফেল ড্র’র টিকিট বিক্রির দায়ে ১৩ জনের কারাদণ্ড


অলিউল হক ডলার, নাচোল :

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে দৈনিক আলোর ভুবন নামে অবৈধ র‌্যাফেল ড্র ’র টিকিট বিক্রির দায়ে ১৩ জনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত।এসময় প্রত্যককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেয়া হয়। দণ্ডপ্রাপ্তরা রাজশাহীর মোহনপুর উপজেলার ভিমনগর টিপটপ ক্লাবের উদ্যোগে মাসব্যাপি বিজয় মেলার র‌্যাফেল ড্র’র নামে অবৈধ লটারির টিকিট বিক্রি করছিল।

অবৈধ র‌্যাফেল ড্র
অবৈধ র‌্যাফেল ড্র’র বিক্রির দায়ে দণ্ডপ্রাপ্তরা

 দণ্ডপ্রাপ্তরা হলো- রাজশাহীর তানোর উপজেলার মির্জাপুর গ্রামের বৌদ্ধনাথের ছেলে নির্মল (৪৮),বানিয়াল গ্রামের মৃত তৈবুর রহমানের ছেলে মামুন আলী (২৫),আতাউর রহমানের ছেলে সফর আলী(২২), গঙ্গারামপুর গ্রামের কামরুল ইসলামের ছেলে আপেল (২২)কশিমুদ্দিনের ছেলে কামাল উদ্দিন (২০), মুকুলের ছেলে হাবীব (২৫), শহিদুল ইসলামের ছেলে ফরিউজ্জামান (২৪), বলদিপাড়া গ্রামের সদর আলীর ছেলে আনোয়ার হোসেন (২৩), মোহনপুর উপজেলার মহেশপুর গ্রামের হাতেম আলীর ছেলে হাসান আলী (২২), পবা উপজেলার তেতুলিয়া গ্রামের আইয়ুব আলীর ছেলে আব্বাস আলী(৪৩), চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার মুরাদপুর গ্রামের মোজাম্মেল হক এর ছেলে তোরাব আলী (২৭), আঝইর গ্রামের ইয়াসিন আলীর ছেলে সাইফুল ইসলাম (২৭) ও নওগাঁ জেলার পত্নীতলা উপজেলার ঘোষনগর গ্রামের জয়নাল হকের ছেলে মিলন (২৬) ।

ভ্রাম্যমান আদালতের বিচারক ও  নাচোল উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবিহা সুলতানা জানান, গত কয়েকদিন ধরেই উপজেলার বিভিন্ন মহল্লায় অটো ও ভ্যান করে দৈনিক আলোর ভুবন র‌্যাফেল ড্র’র টিকিট বিক্রি করা হচ্ছিল। যার আইনী কোনো বৈধতা নেই। অবশেষে গত সোমবার রাতে  চাঁপাইনবাবগঞ্জ’র ডিবি পুলিশের একটি দল অবৈধ র‌্যাফেল ড্র’ র টিকিট বিক্রির সময় হাতেনাতে অভিযুক্ত ১৩জনকে আটক করে। পরে  ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। এসময় র‌্যাফেল ড্র’র সরঞ্জামও জব্দ করা হয়।

আরো পড়ুন : বাগমারার ত্রাস জাবের বাহিনীর প্রধানসহ গ্রেফতার ৬


শর্টলিংকঃ