Site icon ইউনিভার্সাল ২৪ নিউজ

অভিনেতা সিদ্দিকের ছেলে মায়ের হেফাজতে থাকবে : হাইকোর্ট


ইউএনভি ডেস্ক:

মারিয়া মিমের সঙ্গে অভিনেতা সিদ্দিকুর রহমানের বিচ্ছেদ হয়ে গেছে আগেই। এবার তাদের ছয় বছর বয়সী শিশু আরশ হোসেনও তার মা মিমের হেফাজতে থাকবে বলে রায় দিয়েছেন হাইকোর্ট। সিদ্দিকুর রহমানের কাছে থাকা ছেলে আরশকে বৃহস্পতিবারের মধ্যে তার মা মারিয়া মিমের কাছে দিয়ে আসতে আদেশ দিয়েছেন আদালত। তবে সপ্তাহে দুই দিন শিশুটিকে সিদ্দিকুর রহমান নিয়ে আসতে পারবেন এবং সঙ্গে রাখতে পারবেন।

সিদ্দিকুর রহমান ও মারিয়া মিমের সঙ্গে ছেলে আরশ হোসেন (ফাইল ছবি)

শিশুটির মায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে আজ বুধবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

আদালতে শিশুটির মায়ের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া। সিদ্দিকুর রহমানের পক্ষে ছিলেন আইনজীবী মোহাম্মদ আলী।
আইনজীবীরা জানিয়েছেন, শিশুটির অভিভাবকত্ব নিয়ে কোনো পক্ষ চাইলে সংশ্লিষ্ট আদালতে মামলা করার স্বাধীনতা থাকবে বলেও রায় দিয়েছেন আদালত।

২০১২ সালে ২৪ মে সিদ্দিকুর রহমানের সঙ্গে বিয়ে হয় মারিয়া মিমের। ২০১৩ সালের ২৫ জুন তাদের একটি ছেলে সন্তানের জন্ম হয়। পরে ২০১৯ সালে ১৯ অক্টোবর তাদের বিবাহ বিচ্ছেদ হয়। এরপর থেকে শিশুটি বাবা ছিদ্দিকুর রহমানের হেফাজতে ছিল।


Exit mobile version