অর্থনৈতিক মন্দা বাংলাদেশকে আর স্পর্শ করতে পারবে না


প্রেস বিজ্ঞপ্তিঃ

রাজশাহী সিটি কর্পোরেশন মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন বলেছেন, আমাদের বাজেটের আকার বেড়েছে। অর্থনৈতিক প্রবৃদ্ধি বেড়েছে।দেশের অর্থনৈতিক ভিত্তি শক্তিশালী হয়েছে। বিগত সময়েও বিশে^র অর্থনৈতিক মন্দায় দেশে তেমন প্রভাব পড়েনি। আবারো অর্থনৈতিক মন্দা দেখা দিলে বাংলাদেশকে স্পর্শ করতে পারবে না।

রাজশাহী সিটি কর্পোরেশন মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন
রাজশাহী সিটি কর্পোরেশন মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন

আজ রোববার দুপুরে শহীদ এ.এইচ.এম কামারুজ্জামান জেলা পরিষদ মিলনায়তনে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, রাজশাহী আয়োজনে আন্তর্জাতিক কাস্টমস দিবস-২০২০ উপলক্ষে এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

মেয়র আরো বলেন, যারা কাস্টমস এ আছেন, তাদের দায়িত্ব অনেক। সবার প্রচেষ্টায় দেশ অব্যাহতভাবে এগিয়ে যাচ্ছে। ২০৪১ সালের মধ্যে বিশে^র অন্যতম ধনী দেশে পরিণত হবে বাংলাদেশ।

সমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, রাজশাহী এর অতিরিক্ত কমিশনার মির্জা শহিদুজ্জামান।সেমিনারে ব্যবসায় বান্ধব পরিবেশ সৃষ্টির পাশাপাশি যথাযথ রাজস্ব প্রধানের সংস্কৃতি গড়ে তোলার বিষয়টিও প্রাধান্য পায় বক্তাদের আলোচনায়।

কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, রাজশাহী এর কমিশনার মোহাম্মদ লুৎফর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন রাজশাহীর অতিরিক্ত বিভাগীয় ড. আব্দুল মান্নান, ডিআইজি রাজশাহী রেঞ্জ কার্যালয়ের পুলিশ সুপার আব্দুস সালাম, মহানগর পুলিশের ডিসি (বোয়ালিয়া) সাজিদ হোসেন, বর্ডার গার্ড বাংলাদেশ রাজশাহীন সেক্টর কমান্ডার উপ মহাপরিচালক কর্ণেল তুহিন মোহাম্মদ মাসুম, রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্টির সভাপতি মোঃ মনিরুজ্জামান প্রমুখ। স্বাগত বক্তব্য দেন কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, রাজশাহী এর যুগ্ম
কমিশনার মানস কুমার বর্মন।


শর্টলিংকঃ