Site icon ইউনিভার্সাল ২৪ নিউজ

অহনা কুমরাই পর্দার প্রিয়াঙ্কা গান্ধী


বিতর্ক তার ছবিকে তাড়া করেছে বার বার। কখনও সেন্সর বোর্ডের কাঁচি, কখনও বা রাজনৈতিক দলের হুমকি। তার ছবি যেন বিতর্কেরই জন্য তৈরি।

আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়, এই বলিউড নায়িকার নাম অহনা কুমরা। তবে শুধু তার ছবির জন্য তিনি বিতর্কের শিকার এমনটা নয় কিন্তু। প্রতিবাদী হিসাবে এই অভিনেত্রীকে অনেকেই চেনেন।

#মিটু আন্দোলনের সময় তিনি পরিচালক সাজিদ খানের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ এনেছিলেন। সালোনি চোপড়া নামের এক অভিনেত্রীর অভিযোগের সূত্র ধরেই প্রকাশ্যে অভিযোগ আনেন অহনা।

প্রথমে ‘লিপস্টিক আন্ডার মাই বোরকা’র লীলার চরিত্র তাকে জনপ্রিয় করে। ফটোগ্রাফার প্রেমিকের সঙ্গে যে মেয়েটি পালাতে চায়, বাড়ি থেকে ঠিক করা হবু স্বামীকে বিয়ে না করে। ছবিতে তার অভিনয় সমালোচকদের কাছে প্রশংসা কুড়িয়েছিল।

সম্প্রতি অহনা কুমরাকে সবাই প্রিয়াঙ্কা গান্ধী বলেই উল্লেখ করছেন। আসলে ‘অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার’ ছবিতে তিনি অভিনয় করেছেন এই চ্যালেঞ্জিং চরিত্রে।

অহনা জনপ্রিয় হন ‘যুদ্ধ’ নামের একটি টিভি সিরিজের মাধ্যমে। অমিতাভ বচ্চনের সঙ্গে কাজ করতেন তিনি।

ছোটবেলা থেকেই মঞ্চেও অভিনয় করেছেন অহনা। লখনউয়ের স্কুলে পড়াশোনা করেছেন অভিনেত্রী।

লখনউয়ের একটি কলেজ থেকে অভিনয়ে স্নাতক স্তরের পড়াশোনা করেছেন অহনা। মডেলিংও শুরু সেই সময়।

বেশ কয়েকটি শর্ট ফিল্ম, টিভি সিরিজ, বিজ্ঞাপনী ছবিতে কাজ, এভাবেই শুরু হয় বলিউডের জার্নি। আন্তর্জাতিক মানের পুরস্কারও পেয়েছেন সেই সময়ে।

বলিউডে ডেবিউ করেন নাসিরুদ্দিন শাহ অভিনীত ছবি সোনা স্পা দিয়ে।

শুধু হিন্দি নয়, টুলু ভাষার ছবিতে কাজ করেছেন অহনা।

আদিত্য চোপড়ার পরবর্তী ছবি ‘শামসেরা’-তে রণবীর কাপুর, সঞ্জয় দত্ত, বাণী কাপুরের সঙ্গে তাকে দেখা যাবে


Exit mobile version