অ্যানিমেশনে অস্কার জিতলো ‘টয় স্টোরি ৪’ ও ‘হেয়ার লাভ’


ইউএনভি ডেস্ক: 

ঘোষণা হচ্ছে ২০২০ সালের অস্কার পুরস্কার। এ বছর সেরা অ্যানিমেটেড ফিল্ম ক্যাটাগরিতে অস্কার জিতেছে টয় স্টোরি ৪ এবং সেরা শর্ট ফিল্ম ক্যাটাগরিতে হেয়ার লাভ।ডিজনির সিনেমা মানেই যেন অস্কারের দাবিদার, সেই সঙ্গে সিনেমাটি যদি টয় স্টোরি হয় তাহলে সম্ভাবনা আরও বেড়ে যায়।

অ্যানিমেটেড সিনেমার অস্কার পেয়েছে টয় স্টোরি ফোর এবং শর্ট ফিল্ম হেয়ার লাভ। ছবি : ইন্টারনেট থেকে
অ্যানিমেটেড সিনেমার অস্কার পেয়েছে টয় স্টোরি ফোর এবং শর্ট ফিল্ম হেয়ার লাভ। ছবি : ইন্টারনেট থেকে

তাই অনেকটা অনুমিতভাবেই এ বছর অস্কার জিতেছে টয় স্টোরি ৪।ডিজনির জন্য এটি ১৩তম অস্কার এবং টয় স্টোরির জন্য দ্বিতীয়। সেরা অ্যানিমেটেড ফিচার ফিল্ম ক্যাটাগরিতে অস্কার পায় সিনেমাটি।এদিকে সেরা অ্যানিমেটেড শর্ট ফিল্ম ক্যাটাগরিতে অস্কার জিতেছে ‘হেয়ার লাভ’।

একজন কৃষ্ণাঙ্গ বাবার মেয়ের চুল বাঁধা শেখার উপর নির্মিত শর্ট ফিল্মটি সবার মন জয় করেছে বিশ্বমঞ্চে।শর্ট ফিল্মটির প্রযোজক সাবেক রাগবি খেলোয়াড ম্যাথিই চেরি পুরস্কারটি উৎসর্গ করেন হেলিকপ্টার দুর্ঘটনায় সদ্য প্রয়াত বাস্কেটবল কিংবদন্তি কোবি ব্রায়ান্টকে।

আরও পড়তে পারেন:বান্ধবীকে ধর্ষণের মামলায় রাবি ছাত্রলীগ কর্মী রিমান্ডে


শর্টলিংকঃ