Site icon ইউনিভার্সাল ২৪ নিউজ

অ্যাপল সরালো ৩৯ হাজার গেম


ইউএনভি ডেস্ক:

প্রযুক্তি জায়ান্ট অ্যাপল চীনা অ্যাপ স্টোর থেকে ৩৯ হাজার গেম সরিয়ে নিয়েছে। সব গেম প্রকাশকরা যাতে চীনা সরকারের কাছ থেকে লাইসেন্স নেন, সে কারণে এ বছরের শেষ পর্যন্ত সময় বেঁধে দিয়েছিল অ্যাপল।


এক প্রতিবেদন বলছে, ‘লাইসেন্সবিহীন’ গেমের প্রশ্নে চীনা কর্তৃপক্ষের চাপের মুখে বৃহস্পতিবার এ পদক্ষেপ নিয়েছে আইফোন নির্মাতা প্রতিষ্ঠানটি। এ দফায় ৩৯ হাজার গেমসহ ৪৬ হাজারের বেশি অ্যাপ সরিয়েছে অ্যাপল। গবেষণা প্রতিষ্ঠান কিমাইয়ের দাবি, ইউবিআইসফটের অ্যাসাসিন’স ক্রিড আইডেনটিটি এবং এনবিএ ২কে২০ গেমও আক্রান্ত হয়েছে এ পদক্ষেপের কারণে।

প্রতিষ্ঠানটি আরও বলেছে, চীনা অ্যাপ স্টোরের শীর্ষস্থানীয় দেড় হাজার পেইড গেমের মধ্যে মাত্র ৭৪টি রেহাই পেয়েছে অ্যাপলের এই ছাঁটাই থেকে।

প্রাথমিকভাবে জুন পর্যন্ত সরকার অনুমোদিত লাইসেন্স নম্বর জমা দিতে গেম প্রকাশকদের সময় দিয়েছিল অ্যাপল, যাতে বিশ্বের সবচেয়ে বড় গেমিং বাজারটির গ্রাহকরা ইন-অ্যাপ পারচেজ চালিয়ে যেতে পারে।


Exit mobile version