আইপিএলের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ


ইউএনভি ডেস্ক:

জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক ক্রিকেট টুর্নামেন্ট ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) এর ১৩তম আসরের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করা হয়েছে। তবে প্রাথমিকভাবে শুধু প্রথম পর্বের ৫৬ ম্যাচের সূচি প্রকাশ করা হয়েছে। প্লে-অফ পর্বের ম্যাচগুলোর সূচি জানানো হবে পরবর্তীতে।

আইপিএলের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ

মার্চ মাসের ২৯ তারিখ মুম্বাইয়ের ওয়াংখেড়েতে মাঠে গড়াবে এবারের আসরের প্রথম ম্যাচ। উদ্বোধনী ম্যাচে স্বাগতিক মুম্বাই ইন্ডিয়ান্সের মুখোমুখি হবে চেন্নাই সুপার কিংস। আগামী ২৯ ফেব্রুয়ারি বিসিসিআই ও আইসিসির বৈঠকের কথা রয়েছে। সেখানে আলোচনা শেষে হয়ত এ সূচি পরিবর্তনও হতে পারে।

এবারের আইপিএলে অংশগ্রহণ করছে ৭টি দল। প্রতিটি দল রাউন্ড রবিন লিগে হোম ও অ্যাওয়ে ম্যাচের ভিত্তিতে ২ বার করে মুখোমুখি হবে। সেখান থেকে শীর্ষ ৪ দল উঠবে পরের রাউন্ডে। পয়েন্ট তালিকার শীর্ষে থাকা ২ দল সরাসরি ফাইনালে ওঠার জন্য লড়বে। আর তৃতীয় ও চতুর্থ দল শুরুতে এলিমেনিটর ম্যাচ খেলবে।

অংশগ্রহণকারি ফ্র্যাঞ্চাইজিগুলো হলো: ১.চেন্নাই সুপার কিংস ২. দিল্লি ক্যাপিটালস ৩. কিংস ইলেভেন পাঞ্জাব ৪. কলকাতা নাইট রাইডার্স ৫. মুম্বাই ইন্ডিয়ানস ৬. রাজস্থান রয়্যালস, ৭. রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরে ৮. সানরাইজার্স হায়দরাবাদ।

আইপিএল ২০২০ সালের আসরের সূচি:

২৯ মার্চ (সন্ধ্যা)- মুম্বাই ইন্ডিয়ানস বনাম চেন্নাই সুপার কিংস

৩০ মার্চ (সন্ধ্যা)- দিল্লি ক্যাপিটালস বনাম কিংস ইলেভেন পাঞ্জাব

৩১ মার্চ (সন্ধ্যা)- রয়েল চ্যালেঞ্জার্স বাঙ্গালোর বনাম কলকাতা নাইট রাইডার্স

১ এপ্রিল (সন্ধ্যা)- সানরাইজার্স হায়দরাবাদ বনাম মুম্বাই ইন্ডিয়ানস

২ এপ্রিল (সন্ধ্যা)- চেন্নাই সুপার কিংস বনাম রাজস্থান রয়্যালস

৩ এপ্রিল (সন্ধ্যা)- কলকাতা নাইট রাইডার্স বনাম দিল্লি ক্যাপিটালস

৪ এপ্রিল (সন্ধ্যা)- কিংস ইলেভেন পাঞ্জাব বনাম সানরাইজার্স হায়দরাবাদ

৫ এপ্রিল (দুপুর)- মুম্বাই ইন্ডিয়ানস বনাম রয়েল চ্যালেঞ্জার্স বাঙ্গালোর

৫ এপ্রিল (সন্ধ্যা)- রাজস্থান রয়্যালস বনাম দিল্লি ক্যাপিটালস

৬ এপ্রিল (সন্ধ্যা)- কলকাতা নাইট রাইডার্স বনাম চেন্নাই সুপার কিংস

৭ এপ্রিল (সন্ধ্যা)- রয়েল চ্যালেঞ্জার্স বাঙ্গালোর বনাম সানরাইজার্স হায়দরাবাদ

৮ এপ্রিল (সন্ধ্যা)- কিংস ইলেভেন পাঞ্জাব বনাম মুম্বাই ইন্ডিয়ানস

৯ এপ্রিল (সন্ধ্যা)- রাজস্থান রয়্যালস বনাম কলকাতা নাইট রাইডার্স

১০ এপ্রিল (সন্ধ্যা)- দিল্লি ক্যাপিটালস বনাম রয়েল চ্যালেঞ্জার্স বাঙ্গালোর

১১ এপ্রিল (সন্ধ্যা)- চেন্নাই সুপার কিংস বনাম কিংস ইলেভেন পাঞ্জাব

১২ এপ্রিল (দুপুর)- সানরাইজার্স হায়দরাবাদ বনাম রাজস্থান রয়্যালস

১২ এপ্রিল (সন্ধ্যা)- কলকাতা নাইট রাইডার্স বনাম মুম্বাই ইন্ডিয়ান্স

১৩ এপ্রিল (সন্ধ্যা)- দিল্লি ক্যাপিটালস বনাম চেন্নাই সুপার কিংস

১৪ এপ্রিল (সন্ধ্যা)- কিংস ইলেভেন পাঞ্জাব বনাম রয়েল চ্যালেঞ্জার্স বাঙ্গালোর

১৫ এপ্রিল (সন্ধ্যা)- মুম্বাই ইন্ডিয়ানস বনাম রাজস্থান রয়্যালস

১৬ এপ্রিল (সন্ধ্যা)- সানরাইজার্স হায়দরাবাদ বনাম কলকাতা নাইট রাইডার্স

১৭ এপ্রিল (সন্ধ্যা)- কিংস ইলেভেন পাঞ্জাব বনাম চেন্নাই সুপার কিংস

১৮ এপ্রিল (সন্ধ্যা)- রয়েল চ্যালেঞ্জার্স বাঙ্গালোর বনাম রাজস্থান রয়্যালস

১৯ এপ্রিল (দুপুর)- দিল্লি ক্যাপিটালস বনাম কলকাতা নাইট রাইডার্স

১৯ এপ্রিল (সন্ধ্যা)- চেন্নাই সুপার কিংস বনাম সানরাইজার্স হায়দরাবাদ

২০ এপ্রিল (সন্ধ্যা)- মুম্বাই ইন্ডিয়ানস বনাম কিংস ইলেভেন পাঞ্জাব

২১ এপ্রিল (সন্ধ্যা)- রাজস্থান রয়্যালস বনাম সানরাইজার্স হায়দরাবাদ

২২ এপ্রিল (সন্ধ্যা)- রয়েল চ্যালেঞ্জার্স বাঙ্গালোর বনাম দিল্লি ক্যাপিটালস

২৩ এপ্রিল (সন্ধ্যা)- কলকাতা নাইট রাইডার্স বনাম কিংস ইলেভেন পাঞ্জাব

২৪ এপ্রিল (সন্ধ্যা)- চেন্নাই সুপার কিংস বনাম মুম্বাই ইন্ডিয়ানস

২৫ এপ্রিল (সন্ধ্যা)- রাজস্থান রয়্যালস বনাম রয়েল চ্যালেঞ্জার্স বাঙ্গালোর

২৬ এপ্রিল (দুপুর)- কিংস ইলেভেন পাঞ্জাব বনাম কলকাতা নাইট রাইডার্স

২৬ এপ্রিল (সন্ধ্যা)- সানরাইজার্স হায়দরাবাদ বনাম দিল্লি ক্যাপিটালস

২৭ এপ্রিল (সন্ধ্যা)- চেন্নাই সুপার কিংস বনাম রয়েল চ্যালেঞ্জার্স বাঙ্গালোর

২৮ এপ্রিল (সন্ধ্যা)- মুম্বাই ইন্ডিয়ানস বনাম কলকাতা নাইট রাইডার্স

২৯ এপ্রিল (সন্ধ্যা)- রাজস্থান রয়্যালস বনাম কিংস ইলেভেন পাঞ্জাব

৩০ এপ্রিল (সন্ধ্যা)- সানরাইজার্স হায়দরাবাদ বনাম চেন্নাই সুপার কিংস

১ মে (সন্ধ্যা)- মুম্বাই ইন্ডিয়ানস বনাম দিল্লি ক্যাপিটালস

২ মে (সন্ধ্যা)- কলকাতা নাইট রাইডার্স বনাম রাজস্থান রয়্যালস

৩ মে (দুপুর)- রয়েল চ্যালেঞ্জার্স বাঙ্গালোর বনাম কিংস ইলেভেন পাঞ্জাব

৩ মে (সন্ধ্যা)- দিল্লি ক্যাপিটালস বনাম সানরাইজার্স হায়দরাবাদ

৪ মে (সন্ধ্যা)- রাজস্থান রয়্যালস বনাম চেন্নাই সুপার কিংস

৫ মে (সন্ধ্যা)- সানরাইজার্স হায়দরাবাদ বনাম রয়েল চ্যালেঞ্জার্স বাঙ্গালোর

৬ মে (সন্ধ্যা)- দিল্লি ক্যাপিটালস বনাম মুম্বাই ইন্ডিয়ানস

৭ মে (সন্ধ্যা)- চেন্নাই সুপার কিংস বনাম কলকাতা নাইট রাইডার্স

৮ মে (সন্ধ্যা)- কিংস ইলেভেন পাঞ্জাব বনাম রাজস্থান রয়্যালস

৯ মে (সন্ধ্যা)- মুম্বাই ইন্ডিয়ানস বনাম সানরাইজার্স হায়দরাবাদ

১০ মে (দুপুর)- চেন্নাই সুপার কিংস বনাম দিল্লি ক্যাপিটালস

১০ মে (সন্ধ্যা)- কলকাতা নাইট রাইডার্স রয়েল চ্যালেঞ্জার্স বাঙ্গালোর

১১ মে (সন্ধ্যা)- রাজস্থান রয়্যালস বনাম মুম্বাই ইন্ডিয়ানস

১২ মে (সন্ধ্যা)- সানরাইজার্স হায়দরাবাদ বনাম কিংস ইলেভেন পাঞ্জাব

১৩ মে (সন্ধ্যা)- দিল্লি ক্যাপিটালস বনাম রাজস্থান রয়্যালস

১৪ মে (সন্ধ্যা)- রয়েল চ্যালেঞ্জার্স বাঙ্গালোর বনাম চেন্নাই সুপার কিংস

১৫ মে (সন্ধ্যা)- কলকাতা নাইট রাইডার্স বনাম সানরাইজার্স হায়দরাবাদ

১৬ মে (সন্ধ্যা)- কিংস ইলেভেন পাঞ্জাব বনাম দিল্লি ক্যাপিটালস

১৭ মে (সন্ধ্যা)- রয়েল চ্যালেঞ্জার্স বাঙ্গালোর বনাম মুম্বাই ইন্ডিয়ানস


শর্টলিংকঃ