Site icon ইউনিভার্সাল ২৪ নিউজ

আইসোলেশনে থাকার ভয়ে পরিবারের সবাইকে নিয়ে পালিয়েছে রোগী


ইউএনভি ডেস্ক:
জয়পুরহাটের কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্যকর্মীসহ নতুন করে আরও ৪ জনের শরীরে করোনাভাইরাস পজিটিভ শনাক্ত হয়েছে। বুধবার রাত ১১টার দিকে জয়পুরহাটের সিভিল সার্জন ডা. সেলিম মিঞা এ তথ্য নিশ্চিত করেছেন।

রিপোর্ট হাতে পেয়ে স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে আক্রান্তদের জেলার গোপীনাথপুর আইসোলেশন সেন্টারে নিতে গেলে ৪ জনের মধ্যে ভয়ে পরিবারের সবাইকে নিয়ে পালিয়েছে এক রোগী জানান ওই কর্মকর্তা।

নতুন আক্রান্তদের মধ্যে স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মীসহ কালাই উপজেলার ২জন, জয়পুরহাট সদর উপজেলার ১ জন ও আক্কেলপুর উপজেলার ১ জন। এই নিয়ে জেলায় করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৮ জনে।

ডা. সেলিম মিঞা আরো জানান, কয়েকদিন আগে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক নৈশপ্রহরী করোনায় আক্রান্ত হয়েছিল। তারপর তার বাড়ির লোকজনসহ হাসপাতালের অন্যান্য সহকর্মীদের নমুনা পাঠানো হয় পরীক্ষার জন্য।

ওই উপজেলায় পজিটিভ দুজনের মধ্যে সেই নৈশ্য প্রহরীর মা ও স্বাস্থ্য কমপ্লেক্সের একজন কর্মী রয়েছেন। এছাড়া আর দুজন ঢাকা থেকে এসেছেন।


Exit mobile version