Site icon ইউনিভার্সাল ২৪ নিউজ

আগমনী মার্চ


আগমনী মার্চ

মৌসুমী মম

আবার আসলো অগ্নিঝরা মার্চ
জানিয়ে আগমনী বার্তা
মনে করাতে রক্তঝরা ২৫ শে মার্চ
কত শত এলোমেলো রক্ত হয়েছে কালো
ঢাকার পিচঢালা রাজপথে
গেল নিভিয়ে আলো।

ঘুমের মাঝে ভয়ার্ত আর্তনাদ
পাশে নেই আপনজন
কাতর আছে মা বোন
শুন্যহৃদয়ে দিশেহারা মন।

আজো ভাবি আমি সধবা
হয় নি বিধবা
ছিলে না অমর
দিয়ে গেলে দেশমাতৃকার অমরত্ব।

একুশ এলে তুমি
ফুটলো পলাশ রাঙালো দেশ
এ ভূষণে আছি বেশ।


Exit mobile version