Site icon ইউনিভার্সাল ২৪ নিউজ

আগামীকাল চালু হচ্ছে ‘বাংলাবান্ধা এক্সপ্রেস’


নিজস্ব প্রতিবেদক:

পঞ্চগড়-রাজশাহী রুটে চালু হতে যাচ্ছে নতুন ট্রেন। আগামীকাল বৃহস্পতিবার (১৫ অক্টোবর) পঞ্চগড় থেকে প্রথমবারের মতো এ ট্রেন রাজশাহীর উদ্দেশে ছেড়ে যাবে।উত্তরাঞ্চলের মানুষের সুবিধার কথা চিন্তা করে চালু হতে যাওয়া ট্রেনটির নাম রাখা হয়েছে ‘বাংলাবান্ধা এক্সপ্রেস’।


সোমবার (০৫ অক্টোবর) রাতে বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন রেলপথমন্ত্রী অ্যাডভোকেট নুরুল ইসলাম সুজন। জানা যায়, বাংলাবান্ধার নামের সঙ্গে মিল রেখে মন্ত্রী এই ট্রেনের নামকরণ করেছেন ‘বাংলাবান্ধা এক্সপ্রেস’। নতুন এ ট্রেন চালু হতে যাওয়ায় পঞ্চগড় এক্সপ্রেসের পর উত্তরাঞ্চলের মানুষের দীর্ঘদিনের আরও একটি প্রত্যাশা পূরণ হতে চলেছে।

এর আগে রেলমন্ত্রী পঞ্চগড়ের বাফার গুদাম উদ্বোধনে এসে জানান, আগামী ১৫ অক্টোবর পঞ্চগড়-রাজশাহী রুটে ট্রেন চলাচল শুরু হবে। তিনি নিজেই পঞ্চগড় বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেলওয়ে স্টেশনে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে এই ‘বাংলাবান্ধা এক্সপ্রেস’ ট্রেনের উদ্বোধন করবেন।


Exit mobile version