Site icon ইউনিভার্সাল ২৪ নিউজ

আগে কি সুন্দর দিন কাটাইতাম


পাবনা প্রতিনিধি:

বাংলার ঐতিহ্যবাহী লোকসংগীত কে বাঁচিয়ে রাখার প্রয়াসে পাবনায় কৃষাণ-কৃষাণী, মাঝি-মাল্লা ও অন্যান্য শ্রমজীবী মানুষের কন্ঠে গানের অনুষ্ঠান “আগে কি সুন্দর দিন কাটাইতাম” অনুষ্ঠিত হয়েছে।

সোমবার রাতে পাবনা সদর উপজেলা শিল্পকলা একাডেমির আয়োজনে উপজেলা চত্বরে শেখ রাসেল মিনি স্টেডিয়ামে অনুষ্ঠানে উপজেলা বিভিন্ন পেশাজীবি মানুষ জারি,সারি,বাউল,ভাটিয়ালিসহ বিয়ের গীত সহ গ্রাম বাংলার ঐতিহ্য লোকসংগীত পরিবেশন করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীনের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কবীর মাহমুদ, অতিরিক্ত পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস, পাবনা প্রেসক্লাবের সভাপতি প্রফেসর শিবজিত নাগ, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আঁখিনুর ইসলাম রেমনসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।

 


Exit mobile version