আজরাইলের ডায়েরি


আজরাইলের ডায়েরি

-মোঃ নুরুজ্জামান

 

বাছাটাকে করোনার হাতে সঁপে

শুকনো মুড়ির পুটলি পাশে রেখে

কার হেফাজতে ফেলে গেলে তুমি, গর্ভধারিণী মা?

ক্ষণে ক্ষণে কত রক্ত ক্ষরণ দশ মাস ধরে আঘাত বরণ

বাঁশ ঝাড়ে তবু ফেলে যেতে তারে, হ্রদয় কাঁপলো না?

জোনাকিরা দেয় আলোর পাহারা লণ্ঠন হাতে কেহ দিশে হারা

খড়ের জাজিমে অস্ফুট স্বরে, বিদায় মুর্ছনা।

ঘোর সংকটে ক্ষুধা মুসিবতে খালি শানকিতে কিবা

ভরা হাতে হাসিমুখে ছিল রাকিব তোমার, আজ গ্রাসে করোনা।

ঝাড় জংগলে সাইকেল ভ্যানে প্লাস্টিকে লাশ

নসিমন টানে বেওয়ারিশ ভেবে নদীতে ভাসায়, প্রিয়জন ছোঁয় না!

খ্যাতিমান তিনি দিয়েছেন সেবা কত মহারথি কিনেছিলে

মেধা শেষ যাত্রায় সঙ্গী পিওন, প্রিয় ভাই এলো না।

সেলিব্রেটি খুঁজে ভেন্টিলেটর গরীবের পুঁজি

শুধুই ছবর রোধিবে কেমনে বিক্ষত দেহ মরণ যন্ত্রণা?

তামাম দুনিয়া হাশরের মাঠ করোনায় দিল প্রাথমিক পাঠ

আজরাইল এর ডায়রী সাজানো, সিরিয়াল ভুলে না।

লেখক- এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, বাংলাদেশ রেলওয়ে পশ্চিম অঞ্চল ও ডিভিশনাল ভুসম্পত্তি অফিসার,রাজশাহী।


শর্টলিংকঃ