আজ প্রকাশ হচ্ছে ‘একজন লাকী আখন্দ’


বিনোদন ডেস্ক :

২১ এপ্রিল ছিল খ্যাতিমান সঙ্গীতশিল্পী লাকী আখন্দের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী। তেমন কোনো আয়োজন ছিল না দিনটিতে। তবে একদল শিল্পী তার প্রতি সম্মান জানিয়ে এক হয়েছেন। তাকে স্মরণ করে কিংবা ভালোবাসার দায় মেটাতে বিশেষ একটি উদ্যোগ নিয়েছেন পার্থিব ব্যান্ডের আশফাকুল বারী রুমন।তৈরি করেছেন ‘একজন লাকী আখন্দ’ শিরোনামের গান।

এতে রুমন ছাড়াও কণ্ঠ দিয়েছেন ফিডব্যাকের ফুয়াদ নাসের বাবু, লাবু রহমান ও লুমিন। আরও কণ্ঠ দিয়েছেন পার্থিব ব্যান্ডের রনি, পেন্টাগনের সুমন এবং একক শিল্পী সুজন আরিফ, রমা ও আর্নিক। শেখ রানার কথায়, রুমনের সুরে গানটির সঙ্গীতায়োজন করেছেন ফুয়াদ নাসের বাবু।

গানটির উদ্যোক্তা আশফাকুল বারী রুমন জানান, গত দু’দিন ধরে রেকর্ডিং ও ভিডিও ধারণের কাজ চলেছে বাবু ভাইয়ের স্টুডিওতে। তিনি নিজেও যথেষ্ট পরিশ্রম করেছেন পুরো আয়োজনটি নিয়ে। লাকী আখন্দের সৃষ্টি কিছু গানের রেশ ধরে লেখা হয়েছে গানটি।

রুমন বলেন, ‘আসলে লাকী ভাইয়ের প্রতি আমাদের প্রেম কিংবা সম্মানের বিষয়টিও তো নতুন করে প্রকাশের কিছু নেই। তাদের গড়ে দেয়া পথটাতেই আমরা হাঁটছি।’ আজ এ গান-ভিডিওটি প্রকাশ করা হবে ইন্টারনেটের বিভিন্ন মাধ্যমে।


শর্টলিংকঃ