Site icon ইউনিভার্সাল ২৪ নিউজ

আজ মুক্তি পেলো বহুল প্রতীক্ষিত ‘ক্যাপ্টেন মার্ভেল’


 অবশেষে আজ মুক্তি পেলো আনা বোডেন ও রায়ান ফ্লেক পরিচালিত ‘ক্যাপ্টেন মার্ভেল’ ছবিটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন অস্কারজয়ী অভিনেত্রী ব্রেই লারসন। তিনিই প্রথম মহিলা চরিত্র হিসাবে এই সিরিজের ছবিতে ক্যাপ্টেনের ভূমিকায় অভিনয় করেছেন। তাই সবাই মনে করছেন বিশ্ব নারী দিবসে ছবিটির মুক্তির সাথে তাঁর প্রধান চরিত্রে অভিনয়ের বিশেষ যোগসূত্র রয়েছে

  

 

ছবিতে দেখানো হয় ক্যাপ্টেন মার্ভেল একজন বহিরাগত ক্রি যোদ্ধা যিনি তাঁর লোকেদের এবং স্ক্রুলের মধ্যকার আন্তঃগঠিত যুদ্ধের মাঝখানে ধরা পড়েছেন। তিনি  ১৯ ৯৫সালে পৃথিবীতে বসবাসরত, মার্কিন বিমান বাহিনীর পাইলট ক্যারল ড্যানভার্স হিসাবে অন্য জীবনের পুনরাবৃত্তিতে নিজেকে খুজে পান । নিক ফুরির সহায়তায় ক্যাপ্টেন মার্ভেল তার অতীতের গোপন রহস্য উন্মোচনের চেষ্টা করে, যখন তার ক্ষমতাগুলি খারাপ শক্তির সাথে যুদ্ধ শেষ করে।

আরও পড়ুন… ট্রেলারেই জনপ্রিয়তার তুঙ্গে ‘ডার্ক ফোনিক্স’


Exit mobile version