আজ রাজশাহীসহ বিভিন্ন অঞ্চলে হতে পারে ঝড়


ইউএনভি ডেস্ক:
দেশে অনেক দিন ধরে ঝড়-বৃষ্টি বয়ে যাচ্ছে। এবার ঝড়-বৃষ্টির পাশাপাশি তাপপ্রবাহও শুরু হয়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে, রোববার (১০ মে) পাঁচটি অঞ্চলের ওপর দিয়ে ঝড়-বৃষ্টি বয়ে যেতে পারে। পাশাপাশি সাতটি অঞ্চলের ওপর দিয়ে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত ও বিস্তার লাভ করতে পারে।

আজ রাজশাহীসহ বিভিন্ন অঞ্চলে হতে পারে ঝড়

আজ সকাল ৯টা পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়া অধিদফতর বলেছে, নোয়াখালী অঞ্চলসহ রংপুর, রাজশাহী, খুলনা, ঢাকা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া ও বিজলী চমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

অন্যদিকে খুলনা, যশোর, সাতক্ষীরা, বরিশাল, পটুয়াখালী, সীতাকুণ্ড এবং রাঙ্গামাটি অঞ্চলের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, তা অব্যাহত থাকতে পারে ও বিস্তার লাভ করতে পারে। আজ সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস।


শর্টলিংকঃ