Site icon ইউনিভার্সাল ২৪ নিউজ

আটকের পর চীনা সৈন্যকে ফেরত দিল ভারত


ইউএনভি ডেস্ক:

চীনের এক সৈন্যকে আটক করার পর ফেরত দিয়েছে ভারত। পথভ্রষ্ট হয়ে সীমান্ত অতিক্রম করে ফেলায় ওই সৈন্যকে লাদাখের চুমার-ডেমচক এলাকা থেকে আটক করে ভারতীয় বাহিনী।

বুধবার সকালে তাকে চীনা কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। চীনের সামরিক বাহিনীর সংবাদপত্র পিপল’স লিবারেশন আর্মি ডেইলির বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

সোমবার রাতে চীনের একজন কর্মকর্তা এক বিবৃতিতে বলেছিলেন, স্থানীয় এক পশুপালককে তার চমরী গাই ফিরে পেতে সাহায্য করার সময় ওই সৈন্য হারিয়ে যায়।

চীনা এই সৈন্যকে লাদাখের চুমার-ডেমচক এলাকা থেকে আটক করা হয়েছে এবং তাকে কর্পোরাল ওয়াং ইয়া লং বলে শনাক্ত করা হয়েছে, সোমবার এমনটি জানিয়েছিল ভারতীয় সেনাবাহিনী।

যথাযথ প্রক্রিয়া মেনে প্রতিষ্ঠিত প্রটোকল অনুযায়ী’ আটক সৈন্যকে চীনের সেনাবাহিনীর কাছে ফেরত দেয়া হবে বলেও জানিয়েছিলেন তারা। পরে ওই সৈন্যকে মঙ্গলবার রাতে ফেরত দেয়া হয়েছে বলে জানায় ভারতীয় গণমাধ্যম।


Exit mobile version