Site icon ইউনিভার্সাল ২৪ নিউজ

আড্ডার সময় বন্ধুকে ছুরিকাঘাতে হত্যা


ইউএনভি ডেস্ক:

ময়মনসিংহের তারাকান্দায় মাসুম নামে এক বন্ধুকে অপর বন্ধু ছুরিকাঘাতে হত্যা করেছে। তারাকান্দা উপজেলার বিসকা ইউনিয়নের বাথুয়াদি গ্রামে মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটেছে।

জানা যায়, তারাকান্দার বাথুয়াদি গ্রামের মাসুম (৩৫) ও একই গ্রামের বন্ধু জহিরুল ইসলাম (৩০) বাড়িসংলগ্ন একটি চায়ের দোকানে সামনে আড্ডা দেওয়ার সময় উভয়ে ঝগড়া বাধে। রাত সাড়ে ৮টার দিকে জহিরুল ইসলাম মাসুমকে ছুরিকাঘাতে গুরুতর আহত করে। পরে ময়মনসিংহ হাসপাতালে নেওয়ার পর মাসুমের মৃত্যু ঘটে। এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে ঘাতক জহিরুল ইসলামকে গ্রেফতার করে আদালতে পাঠিয়েছেন।

তারাকান্দা থানার অফিসার ইনচার্জ মো. ওয়াজেদ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আসামি জহিরুল ইসলামকে রক্তমাখা চাকুসহ চান্দের বাজার এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে।


Exit mobile version