Site icon ইউনিভার্সাল ২৪ নিউজ

আত্মাদর্শ


 

আত্মাদর্শ

মৌসুমী মম

তোমরা লিখছো তোমরা বলছো কবি
তোমরা ছুটছো পদবি নেশায়
রেখেছো শূণ্য জ্ঞানের ভাণ্ডার
কি আসে যায় পাওয়া না পাওয়ায়
তবু কেন ঈর্ষান্বিত বার বার
কী দোষ আছে তার?

বলো গাহি সাম্যের গান
করি মানব জনম পার
থাকবে কি শেষে
এই ধরণী বুকে
তোমার আমার জান?

এখনও আছে সময় নাও শুধরে
নইলে পাবে না অন্তে
যেতে শেখার শিকড়ে
ভাব তো কি হবে এতো কিছু করে
যদি না রাখে মনে মরণের পরে?


Exit mobile version