আত্রাইয়ের ডেপুটি স্পীকার বয়তুল্লাহ্ সেতু এখন মরণ ফাঁদ


রাজেকুল ইসলাম, রাণীনগর (নওগাঁ):

নওগাঁর আত্রাই উপজেলার ডেপুটি স্পীকার মরহুম বয়তুল্লাহ্ সেতু মরণ ফাঁদে পরিণত হয়েছে। নওগাঁর আত্রাই ও রাণীনগর উপজেলা বাসির যোগাযোগের জন্য সেতু বন্ধনের প্রয়োজনে রাণীনগর উপজেলা প্রকৌশলী কার্যালয় ২০১২-১৩ অর্থ বছরে প্রায় ৯ কোটি ৬ লক্ষ ২৮ হাজার ৪৮৫ টাকা ব্যয়ে ১৭৫ মিটার আরসিসি গার্ডার ব্রিজের নির্মাণ করেন।

২০১৪ সালের শেষের দিকে জনগণের চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়ার পরে থেকে কোনও সংস্কার কাজ না করায় আত্রাই ও রাণীনগর অংশের সংযোগ সড়ক ধ্বংসে গিয়ে মারাত্মক হুমকির মুখে পড়েছে। সরকারি ভাবে কোনো সহযোগীতা না পাওয়ায় স্থানীয়রা নিজ উদ্দ্যেগে বাঁশের পাইলিং করে আপাতত রক্ষা করলেও যে কোন সময় ভারি যানবাহন ব্রীজে উঠতে গেলেই দূর্ঘটানার কবলে পড়ার আশংকা রয়েছে। তবুও বিকল্প পথ না থাকয় বাধ্য হয়েই আতংক নিয়েই সেতুর উপর দিয়ে যানবাহন চলাচল করছে ।

আত্রাই ও রাণীনগর উপজেলা প্রকৌশলী সাইদুর রহমান বলেন, ইতো মধ্যেই রাণীনগর অংশের কাজ শুরু হয়েছে, এবং আত্রাই অংশের কাজও এইচবিবি করে কার্পেটিং করে পাকা করা হবে।


শর্টলিংকঃ