আত্রাইয়ে জমি নিয়ে বিরোধে প্রাণ গেল বড়ভাইয়ের


রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি :

জমি সংক্রান্ত বিরোধের জের ধরে আপন ছোট ভাইয়ের লাঠির আঘাতে আহত বড় ভাই আব্দুর রহমান (৫৮) চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাতে মৃত্যু বরন করে । ঘটনায় ঘাতক ছোট ভাইকে গ্রেফতার করেছে পুলিশ।

নওগাঁর আত্রাই উপজেলার মুনিয়ারি ইউনিয়নের পতিসর গ্রামে এমন নৃশংস ঘটনা ঘটেছে। জানা গেছে, উপজেলার মুনিয়ারি ইউনিয়নে পতিসর গ্রামের মৃত হোসেন আলীর দুই ছেলের মধ্যে সোমবার ১১মে সকালে জমি সংক্রান্ত বিরোধ নিয়ে দুই ভাইয়ের মধ্যে কথাকাটির এক পর্যায়ে ছোট ভাই ফরিদ উদ্দিন বড় ভাই আব্দুর রহমান (৫৮) কে লাঠি দিয়ে আঘাত করলে সাথে সাথে মাটিতে লুটিয়ে পড়ে।

স্থানীয়রা অচেতন অবস্থায় উদ্ধার করে আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক রোগীর অবস্থা বেগতি দেখে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করলে চিকিৎসাধীন অবস্থায় ওই রাতেই আব্দুর রহমানের মৃত্যু হয়।এ খবর জানাজানি হলে আত্রাই থানা পুলিশ ফরিদকে গ্রেফতার করে।

আত্রাই থানার অফিসার ইনচার্জ মোসলিম উদ্দিন জানান, জমি নিয়ে বিরোধের ধরে ছোট ভাইয়ের লাঠির আঘাতে আব্দুর রহমান রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়। এমন খবর পেয়ে ঘাতক ফরিদ কে গ্রেফতার করা হয়েছে। এ রির্পোট লেখা পর্যন্ত আত্রাই থানায় হত্যা মামলার প্রস্তুতি চলছে।

আরও পড়তে পারেন প্রযুক্তিজ্ঞান না থাকায় ভার্চুয়াল কোর্টে আগ্রহী নন রাজশাহীর আইনজীবীরা


শর্টলিংকঃ