Site icon ইউনিভার্সাল ২৪ নিউজ

আবরার স্মরণে রাবি ছাত্রলীগের শোক র‍্যালি


রাবি প্রতিনিধি:

বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ স্মরণে শোক র্যালি করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা। নিহত আবরার স্মরণে বৃহস্পতিবার সকালে দলীয় টেন্ট থেকে এক শোক র্যালি বের করা হয়।

র‍্যালিটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় টেন্টে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। সমাবেশে রাবি শাখা ছাত্রলীগের সাধারন সম্পাদক ফয়সাল আহমেদ রুনুর সঞ্চালনায় বক্তব্য দেন সভাপতি গোলাম কিবরিয়া।

এসময় গোলাম কিবরিয়া বলেন, বুয়েটের মেধাবী শিক্ষার্থী আবরার ফাহাদের নিহতের ঘটনায় আমরা শোকাহত। আমরা হত্যাকারীদের বিচারের দাবি জানাই। তবে এই ইস্যুকে কেন্দ্র করে বিএনপি ও জামাত শিবিরের নেতাকর্মীরা ঘোলা পানিতে মাছ শিকার করতে চাচ্ছে। কিন্তু তাদের এই কর্মকান্ড কখনোই কার্যকর হবে না। কেউ যদি অন্যায় করে তাহলে সে যেকোনো দলেরই হোক না কেন তার ছাড় নেই। তেমনি যারা আবরার হত্যাকান্ডে জড়িত ছিল তাদের চব্বিশ ঘন্টার মধ্যে গ্রেফতার করা হয়েছে। এমনকি তাদের দলীয় কার্যক্রম থেকে বহিস্কার করা হয়েছে। কেননা বাংলাদেশ ছাত্রলীগ কখনোই অন্যায়কে প্রশ্রয় দেয় না।

র‍্যালিতে রাবি শাখা ছাত্রলীগের প্রায় দেড় শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।


Exit mobile version