আমরা জয়ের পথে আছি: বাইডেন


ইউএনভি ডেস্ক:

ডেমোক্রেট দলের প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেন বলেছেন, আমরা জয়ের পথে আছি। তবে এখনো খেলা বাকি আছে। অপেক্ষা করবো। বুধবার (৪ নভেম্বর) ডেলাওয়ারের উইলমিংটনের চেজ সেন্টারে কিছুক্ষণ আগে দেওয়া এক ভাষণে এ কথা বলেন তিনি।

বাইডেন বলেন, সব ভোট গণনা শেষ না হওয়া পর্যন্ত এখন আমাদের ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে। প্রতিটা ভোট গণনা শেষ না হওয়া পর্যন্ত এটার (নির্বাচনী প্রক্রিয়ার) সমাপ্তি হবে না। আমরা যে অবস্থায় রয়েছি, তাতে আমরা আশাবাদী।

ডেমোক্রেট দলের এ প্রেসিডেন্ট প্রার্থী বলেন, আমরা অ্যারিজোনায় জয় পাওয়ার ব্যাপারে আশাবাদী। এর মধ্যেই মিনেসোটায় জয় পেয়েছি। জর্জিয়াতেও আমাদের সম্ভাবনা রয়েছে। মিশিগানে জয় পাওয়ার ব্যাপারেও আমরা আশাবাদী।

পেনসালভানিয়াতে ভোট গণনা শেষ হতে সময় লাগবে জানিয়ে বাইডেন তার বক্তব্যে বলেন, সব ভোট গণনা শেষ হলে সেখানেও আমরা জয় পাবো বলে আশা করছি।

‘আমরা আগামীকাল সকাল নাগাদ পুরো ফল পেতে পারি। তবে এটা আমার বা ডোনাল্ড ট্রাম্পের দায়িত্ব নয় বলা যে, কে বিজয়ী হবে? এটা আমেরিকান জনগণের সিদ্ধান্ত।’

এদিকে, মার্কিন নির্বাচনের সবেশেষ প্রাপ্ত তথ্য মতে (বাংলাদেশ সময় বেলা ১২টা ৬ মিনিট) বাইডেন পেয়েছেন ২১৩ এবং ১৭৪ ইলেক্টোরাল ভোট পেয়েছেন ট্রাম্প। এখনো বাকি ১৫১ ইলেক্টোরাল ভোট।


শর্টলিংকঃ