Site icon ইউনিভার্সাল ২৪ নিউজ

আমি তো কিছুই দেখতে পাচ্ছি না: খালেদা জিয়া


ইউএন ডেস্ক নিউজ:

আদালতে খালেদা জিয়া।

গ্যাটকো দুর্নীতি মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে বৃহস্পতিবার দুপুরে পুরোনো কেন্দ্রীয় কারাগার থেকে আলিয়া মাদরাসা মাঠে স্থাপিত বিশেষ জজ ৩নং আদালতে হাজির করা হয়। এ সময় এজলাসের ভেতরে দেয়াল ঘেরা একটি পৃথক জায়গায় তাকে রাখা হলে ক্ষিপ্ত হয়ে ওঠেন বিএনপি নেত্রী।

খালেদা জিয়া বিচারকের উদ্দেশে বলেন, আমি এখান থেকে কিছুই দেখতে পারছি না। আমি তো আপনাকে (বিচারক) দেখছি না। এই দেয়াল তো এর আগে ছিল না, এখন কোথা থেকে এলো। আমি এখানে থাকবো না। আমি এখান থেকে চলে যাবো।

এ সময় খালেদার আইনজীবীরা বিচারককে বলেন, কেন তাকে পৃথক করছেন। আপনি সিদ্ধান্ত দিয়ে তাকে সামনে নিয়ে আসেন। তাকে পৃথক রাখার কোনো সুযোগ নেই।

দুদকের আইনজীবী মোশাররফ হোসেন কাজল বলেন, আদালত তো এইভাবে নির্মিত। নিরাপত্তা স্বার্থে তাকে ওই জায়গায় রাখা হয়েছে। এসময় খালেদা জিয়া বারবার বলতে থাকেন, আমি এখান থেকে কিছুই দেখতে পারছি না।

পরে বিচারক বলেন, আমি তো আজ নতুন। বিষয়টা আমি দেখবো। আজ এখানেই থাকুক। এরপর দুপুর ১২টা ৫০ মিনিটে শুনানি শুরু হয়।#

সূত্র: যুগান্তর


Exit mobile version