Site icon ইউনিভার্সাল ২৪ নিউজ

‘আমি ভুল বানানে উচ্চারিত একজন মানুষ’


জহির আশফাক সমসাময়িক কবিদের মধ্যে সবচাইতে ব্যাতিক্রমী একজন। প্রচারবিমূখ এ কবি কোন কাব্যগ্রন্থেই দেননি তাঁর বিশদ পরিচয়। অনেকটা নিরবেই চালিয়ে যাচ্ছেন তাঁর কাব্য সাধনা। সাম্প্রতি তিনি নিজেকে পরিচয় করিয়ে দিয়েছেন ভুল বানানে উচ্চারিত একজন মানুষ হিসাবে।

তার লেখা কবিতাটি পাঠকদের জন্য নিচে তুলে ধরা হলো:

 

আমি ভুল বানানে উচ্চারিত একজন মানুষ

                        -জহির আশফাক

আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি,সেখানে

আমি হাটুমুড়ে বসে থাকতে চেয়েছিলাম।

আমাকে যে প্রথম বর্ণমালা শিখিয়েছিল

একটু থিতু হয়েই তাকে জিজ্ঞেস করেছিলাম,

কোথায় সেই অক্ষরে অক্ষরে মানুষ!

আমি যেখানে দাঁড়িয়ে আছি তার কিছুই আমার নয়

আমি নিজের জন্য সাথে করে কিছুটা

পানি ও বাতাস এনেছিলাম

সেসব রক্ষা করতে করতে আমি এখন ক্লান্ত

আমি আসলেই ক্লান্ত, এটা কেও দেখছে কিনা তা

পরখ করতে

এদিক ওদিক তাকিয়ে বুঝলাম,

আমি দরিদ্র পাড়ার মানুষ।

আমি দরিদ্র পাড়ার বিল্পবী ছিলাম

বিদ্রোহীও ছিলাম

আমি প্রেমিক ছিলাম

ছাত্র ও শিক্ষক ছিলাম

পুরোহিত ও পাদ্রী ছিলাম।

আমি যা ধরি ভুল ধরি

যা করি ভুল করি

সত্য ও মিথ্যা আমাকে প্রতিদিন খুন করে,এবং

আরো অসংখ্য চরিত্রের মাঝে আমি হারিয়ে গেলাম।

আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি, সেখানে

সভ্যতা সন্ধি করেছে মূর্খের সাথে

এখানে মানুষ মারা যায়

স্বপ্ন মারা যায়।

ফুলের বাগান ছাই হয়ে যায়

চড়ুই পাখি হারিয়ে যায়

প্রেমপত্র হারিয়ে যায়

হারিয়ে যায় ঈশ্বরের ডাকপিওন।

এখানে, কারা যেন লুটে নেয় ভান্ডারার সকল আয়োজন।

এখানে এখন

প্রচ্ছদ অসভ্য

পরিচিতি অসভ্য

লেখনী অসভ্য

রাস্ট্র অসভ্য

শিক্ষালয় ধর্মালয় সব অসভ্য।

এখানে, আমি অসভ্য একজন মানুষ।

আমি ভুল বানানে উচ্চারিত একজন মানুষ।

*********


Exit mobile version