Site icon ইউনিভার্সাল ২৪ নিউজ

আর্থিক অনটনে জাতিসংঘের এসক্যালেটর বন্ধ!


৬০টি দেশের কাছ থেকে জাতিসংঘের প্রাপ্য অর্থ না মিলায় ভয়াবহ আর্থিক মন্দায় এ বিশ্ব সংস্থা। বিদ্যুতের খরচ বাঁচাতে জাতিসংঘের এসক্যালেটর পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। একই সঙ্গে বন্ধ রাখা হবে এসিগুলিও। খবর এএফপির।

জানা গেছে, আর্থিক মন্দার প্রভাব এতটাই গুরুতর যে ৩৭ হাজার কর্মীর বেতন দেয়া নিয়েও সমস্যা তৈরি হয়েছে।

এ প্রসঙ্গে জাতিসংঘের ব্যবস্থাপনা বিভাগের মুখপাত্র ক্যাথরিন পোলার্ড জানান, বিভিন্ন খাতে খরচ কমিয়ে নিয়মিত কর্মীদের বেতন দেয়ার বিষয়টি নিশ্চিত করার কথা ভাবা হয়েছে।

খরচ কমাতে এসক্যালেটর আর কুলার বন্ধের পাশাপাশি কূটনীতিকদের জন্য যে পানশালাটি রয়েছে, সেটিও বিকাল ৫টার মধ্যে বন্ধ করে দেয়া হবে।

ঘন ঘন বৈঠক বা পার্টিতে রাশ টানার জন্য একাধিক পরিকল্পনা নেয়া হয়েছে। জানা গেছে, এখন থেকে জাতিসংঘের কর্মকর্তাদের বিমানে নিরুৎসাহিত করা হচ্ছে।

জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুয়েত্রেস জানান, বিগত এক দশকে এমন অর্থনৈতিক সঙ্কটের মুখে পড়তে হয়নি জাতিসংঘকে। তিনি জানান, ৬০টি দেশের কাছ থেকে জাতিসংঘের প্রাপ্য অর্থ এখনও মেলেনি। ফলে চলতি অর্থবর্ষে প্রায় ১৪০ কোটি ডলারের ঘাটতির মুখে পড়তে হয়েছে জাতিসংঘকে।


Exit mobile version