আল কায়েদা নেতা আয়মান আল জাওয়াহিরি মারা গেছেন


ইউএনভি ডেস্ক:

আল কায়েদা নেতা আয়মান আল জাওয়াহিরি এক মাস আগে অসুস্থ হয়ে মারা গেছেন বলে বেশ কয়েকটি গণমাধ্যমে খবর প্রকাশ হয়েছে। ২০১১ সালে ওসামা বিন লাদেনের মৃত্যুর পর তার দীর্ঘদিনের সহযোগী আয়মান আল জাওয়াহিরি আল কায়েদার দায়িত্ব নেন। খবর আরব নিউজের।

আল কায়েদার দায়িত্ব নিয়েই তিনি যুক্তরাষ্ট্র, ইসরাইল এবং তাদের মিত্রদের বিরুদ্ধে ধর্মযুদ্ধ অব্যাহত রাখার ঘোষণা দিয়েছিলেন। পাকিস্তানে এক মার্কিন হামলায় ২০১১ সালে ওসামা বিন লাদেন নিহত হওয়ার পর আয়মান আল জাওয়াহিরি আল কায়েদার দায়িত্ব নেন।

তবে এ ব্যাপারে আল কায়েদার পক্ষ থেকে কোনো তথ্য প্রকাশ করা হয়নি। এর আগে পশ্চিমা বিভিন্ন গণমাধ্যমে বলা হয়েছিল– মার্কিন অভিযানে আয়মান আল জাওয়াহিরি নিহত হয়েছেন।

মার্কিন প্রশাসন বরাবরই বলে আসছে, টুইন টাওয়ারে হামলার নেপথ্য কারিগর ওসামা বিন লাদেনের এই ঘনিষ্ঠ সহযোগী আয়মান আল জাওয়াহিরি।


শর্টলিংকঃ