আসামে গুজব ঠেকাতে ইন্টারনেট বন্ধ


নাগরিকত্ব আইন সংশোধনী বিল পাসের প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য আসাম। উত্তপ্ত আসামে যাতে কোনো অপপ্রচার চালিয়ে কেউ ফায়দা নিতে না পারে তা নিশ্চিত করতে রাজ্যটিতে ৪৮ ঘণ্টার জন্য ইন্টারনেট সেবা বন্ধ রাখা হয়েছে। আগামী সোমবার পর্যন্ত রাজ্যটিতে ইন্টারনেট চলবে না।

দেশটির স্বরাষ্ট্রমন্ত্রনায়ের অতিরিক্ত মূখ্য সচিব জানিয়েছেন, উষ্কানি দিয়ে অস্থিরতা তৈরি করতে ফেইসবুক, টুইটার, হোয়াটসঅ্যাপের মতো প্ল্যাটফর্মগুলোর মাধ্যমে গুজব, ম্যাসেজ, ছবি, ভিডিও ছড়ানো হচ্ছে।

গত বুধবারে আসামের ১০ জেলায় ২৪ ঘণ্টার জন্য ইন্টারনেট বন্ধ ছিলো। পরে আবারও ৪৮ ঘণ্টার জন্য ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়।

বাংলাদেশ, পাকিস্তান এবং আফগানিস্তান থেকে আসা অমুসলিম সংখ্যালঘুদের নাগরিকত্ব দিতে নতুন এই আইন তৈরি করা হয়েছে। ১৯৫৫ সালের নাগরিকত্ব আইন অনুযায়ী কোনো অমুসলিম ব্যক্তি ১১ বছর ভারতে থাকলে তাকে নাগরিকত্ব দেওয়া হতো। এই আইন সংশধোন করে সময় সীমা ৫ বছরে কমিয়ে আনা হয়েছে। তবে ভারতের বাইরে থেকে আসা মুসলিম ব্যক্তিদের ব্যাপারে আইনটিতে কিছু বলা হয়নি। এত নতুন নাগরিকত্ব আইনটিকে বৈষম্যমূলক আখ্যা দিয়ে প্রতিবাদী হয়ে উঠেছে আসাম রাজ্যের বাসিন্দারা।


শর্টলিংকঃ