Site icon ইউনিভার্সাল ২৪ নিউজ

আহত মুরগীর বাচ্চা বাঁচাতে টাকা নিয়ে হাসপাতালে!


সারাদুনিয়া ডেস্ক:

ভারতের মিজোরাম রাজ্যে ৬ বছর বয়সী শিশু ও একটি চোট পাওয়া মুরগীর বাচ্চার ঘটনা একদম তাক লাগিয়ে দিয়েছে সবাইকে। সাইরাং অঞ্চলের ডেরিক সি লালচনহিম নামের ওই শিশুটি সাইকেল চালানোর সময় চাপা দেয় সেই মুরগীর বাচ্চাকে। এরপরে মুরগীর প্রতি শিশুটির সহানুভূতি এবং অপরাধবোধ মানুষকে খুব করে ভাবাচ্ছে।

প্রতিবেশীর মুরগির বাচ্চাটিকে সাইকেল চাপা দিয়ে অপরাধবোধে অনুতপ্ত শিশুটি তার কাছে যে টাকা ছিল তা হাতে নিয়ে মুরগির বাচ্চাসহ পার্শ্ববর্তী হাসপাতালে ছুটে যায়।

বুধবার ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়, শিশুটির এক হাতে ছিল দশ টাকার একটা নোট অন্যহাতে সেই আহত মুরগীর বাচ্চা। সেই ছবি এক ফেসবুক ব্যবহারকারী শেয়ার করার পর তা ভাইরাল হয়ে যায়। ইতোমধ্যে প্রায় ১ লাখ মানুষ ছবিটির রিয়েকশন দিয়েছে, এবং প্রায় ১০ হাজার মানুষ কমেন্ট করেছে পোস্টটিতে।

শিশুটির বাবা বলেন, যখন মুরগীটি আহত অবস্থায় দেখি, তখন প্রচুর রক্ত দেখা যায়।  হাসপাতাল থেকে শেষমেষ ছোট্ট ডেরিক সুস্থ মুরগী নিয়ে বাড়ি ফিরতে পারে না।  তবে তার সহানুভূতি এবং অপরাধবোধ সবাইকে একবার হলেও ভাবাচ্ছে।


Exit mobile version