আড়ানীতে পুকুরে ধসে পড়েছে পাকা সড়ক


আমানুল হক আমান, বাঘা :
রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী পৌর বাজরের পূর্ব দিকের বাইপাস সড়ক ধসে গেছে। এতে সড়কটি চলাচলে অনুপযোগী হয়ে পড়েছে। যাতায়াতকারীদের বাধ্য হয়ে বিকল্প পথে চলতে হচ্ছে।

স্থানীয়রা জানিয়েছেন, এরশাদ সরকারের সময়ে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ রাস্তা তৈরী করেন। পরবর্তীতের পৌরসভার পক্ষ থেকে রাস্তাটি পাকাকরণ করা হয়। ওই সময়  মরহুম আজের উদ্দীন  মাস্টারের পুকুর পাড় দিয়ে এ রাস্তা নির্মাণ করা হয়। কিন্তু রাস্তা পাকাকরণের সময়ে পুকুর পাড় বাঁধা  হয় নি। ফলে পুকুর পাড় ভাঙ্গতে ভাঙ্গতে রাস্তার অর্ধেক ভেঙ্গে গেছে। এছাড়া পুকুর পাড়ের উপর কয়েক লক্ষ টাকা ব্যয়ে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান আড়ানী প্যারাগন কিন্ডার গার্টেন নিজস্ব জমি ক্রয় করে ঘর নির্মাণ করে। এ ঘরও ভেঙ্গে পড়েছে।

এ বিষয়ে আড়ানী সরকারি মনোমোহীনি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারি শিক্ষক আবদুল হান্নান বলেন, বৃষ্টির কারণে পাড় ভাঙ্গতে ভাঙ্গতে রাস্তা পুকুরের মধ্যে চলে গেছে। বর্তমানে এ রাস্তা দিয়ে চলাচল করতে ভয় লাগে। মূল রাস্তা জানজটের কারনে এ বাইপাস রাস্তা দিয়ে আড়ানী উচ্চ বিদ্যালয়, বালিকা বিদ্যালয়, মহিলা কলেজ, ডিগ্রী কলেজের শিক্ষার্থীরা বেশি চলাচল করে। রাস্তাটির অবস্থা বিপদ জনক।

তবে আড়ানী পৌর মেয়র মুক্তার আলী  জানান, রাস্তাটি অতি গুরুত্বপূর্ণ। বর্ষা শেষে পূনঃনির্মাণ করা হবে।


শর্টলিংকঃ