Site icon ইউনিভার্সাল ২৪ নিউজ

ইঁদুরের কারণে হুমকিতে শহর রক্ষা বাঁধ


ইউএনভি ডেস্ক:

রাজবাড়ী সদর উপজেলার বরাট ইউনিয়নের গোপালবাড়ী এলাকার শহর রক্ষা বাঁধ দিয়ে পানি চুয়ানোর ফলে স্থানীয় এলাকাবাসীর মধ্যে দেখা দিয়েছে ভাঙন আতঙ্ক। ভাঙন রোধে জরুরি ভিত্তিতে কাজ শুরু করেছে রাজবাড়ী পানি উন্নয়ন বোর্ড। ইঁদুরের গর্তের কারণে এমনটা হয়েছে বলে জানিয়েছে পাউবো।

জানা গেছে, বরাট ইউনিয়নের পদ্মা নদীর তীরবর্তী গোপালবাড়ী এলাকার তারাই ব্যাপারী ও হাকিম বিশ্বাসের বাড়ী সংলগ্ন রাজবাড়ী শহর রক্ষা বাঁধ দিয়ে গত এক সপ্তাহের বেশি সময় ধরে পানি চুয়াতে থাকে। প্রথমে এটাকে বৃষ্টির পানি মনে হলেও ২০ জুলাই স্থানীয়রা নিশ্চিত হন বাঁধ দিয়েই পানি চুয়াচ্ছে। ফলে এলাকাবাসীর মধ্যে ভাঙন আতঙ্ক দেখা দেয়। তাৎক্ষণিক স্থানীয় মেম্বার, চেয়ারম্যানসহ পানি উন্নয়ন বোর্ডকে বিষয়টি জানানো হলে ২১ জুলাই থেকে জরুরি ভিত্তিতে বালুভর্তি জিও ব্যাগ ফেলার কাজ শুরু করা হয়। বর্তমানে আর পানি চুয়াচ্ছে না।

বরাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শেখ মনিরুজ্জামান সালাম জানান, বাঁধ চুইয়ে পানি পড়ছে শুনে তাৎক্ষণিক জেলা প্রশাসক, ইউএনওসহ পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তাকে বিষয়টি জানান। পরে পানি উন্নয়ন বোর্ড কাজ শুরু করে। আজ সকালে জেলা প্রশাসক, ইউএনও ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

রাজবাড়ী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সফিকুল ইসলাম বলেন, পানি চুয়ানো বন্ধ করা হয়েছে। ইঁদুরের গর্ত দিয়ে পানি চুয়াচ্ছিল। খবর পেয়ে তারা ঘটনাস্থলে গিয়ে দ্রুত কাজ শুরু করেছেন। এখন পর্যন্ত প্রায় ৩শ জিও ব্যাগ ফেলেছেন এবং আরও দেড়শ ব্যাগ ফেলবেন। বাঁধ রক্ষায় তারা সার্বক্ষণিক চেষ্টা করছেন।


Exit mobile version