ইউক্রেনীয় বিমান বিধ্বস্তের ঘটনায় ইরানের কয়েকজন আটক


ইউএনভি ডেস্ক:

ইউক্রেনীয় বিমান বিধ্বস্তের ঘটনায় সন্দেহভাজন কয়েকজনকে আটক করেছে ইরানের বিচার বিভাগ। মঙ্গলবার বিচার বিভাগের মুখপাত্র গোলাম হোসেইন ইসমাইলির বরাত দিয়ে তুর্কি গণমাধ্যম ইয়েনি শাফাক এ খবর জানায়।

ইউক্রেনীয় বিমান সংস্থার একটি ফ্লাইট। ফাইল ছবি
ইউক্রেনীয় বিমান সংস্থার একটি ফ্লাইট। ফাইল ছবি

তেহরানের পক্ষ থেকে দাবি করা হয়, ভুলবশত হামলার শিকার হয়েছিল ইউক্রেনের বিমানটি।

রয়টার্স জানায়, ইউক্রেনের বিমান বিধ্বস্তের ঘটনায় চতুর্থদিনের মতো ইরানে সরকারবিরোধী বিক্ষোভ চলছে। গত বুধবার ইউক্রেন আন্তর্জাতিক বিমানসংস্থার একটি ফ্লাইট তেহরানে বিধ্বস্ত হয়ে ১৭৬ জন যাত্রীর সবাই নিহত হন। পরে বিক্ষোভের মুখে ইরান এটি ভুলবশত হামলা বলে শিকার করে নেয়।

এ দিকে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম ইরনা জানায়, ভুলবশত ইউক্রেনীয় বিমান বিধ্বস্তের ঘটনায় দেশটির বিচারবিভাগীয় শাখার বিশেষ আদালত গঠন করা উচিত বলে মঙ্গলবার মন্তব্য করেছেন ইরানি প্রেসিডেন্ট হাসান রুহানি।


শর্টলিংকঃ