ইনস্টাগ্রামেও ম্যাসেঞ্জার রুম চালু


ইউএনভি ডেস্ক:

হোয়াটসঅ্যাপের পর এবার ইনস্টাগ্রামেও চালু করা হয়েছে ম্যাসেঞ্জার রুম সেবা। লকডাউনে ম্যাসেঞ্জারে ভিডিও কলের চাহিদা বেড়ে যাওয়ায় একসঙ্গে ৫০ জন একটি কলে যুক্ত হবার প্রক্রিয়া চালু করে ফেইসবুক।

ইনস্টাগ্রামেও ম্যাসেঞ্জার রুম চালু

ম্যাসেঞ্জার রুম নামের ওই সেবাটি পরে চলতি মাসেই হোয়াটসঅ্যাপে চালু হয়। ম্যাসেঞ্জার রুম ইনস্টাগ্রামে চালু করার পর ফেইসবুক পরিবারের সব অ্যাপের ইন্টিগ্রেটেড হিসেবে সেবা দেবার আরও একধাপ আগালো।

শুক্রবার ইনস্টাগ্রাম জানিয়েছে, অ্যাপটি আপডেট দিয়ে নতুন ওই ফিচার পাওয়া যাবে। যাতে একই সঙ্গে ৫০ জনের সঙ্গে ভিডিও কলে কথা বলা যাবে।ইনস্টাগ্রামে রুম ফিচারটি পাওয়া যাবে ম্যাসেঞ্জার বক্সে। সেখান থেকে যে কেউ ব্যবহার করতে এবং অন্যদের আমন্ত্রণ জানাতে পারবেন।

এজন্য প্রথমে ব্যবহারকারীকে ইনস্টাগ্রামের উরৎবপঃ সবংংধমবং অপশনে যেতে হবে। সেখান থেকে ারফবড় পযধঃ আইকনে ক্লিক করতে হবে। এরপর সেখান থেকে ঈৎবধঃব ধ জড়ড়স সিলেক্ট করতে হবে। এরপর চাইলে ইনস্টাগ্রামে থাকা বন্ধুদের সেখান থেকে আমন্ত্রণ জানানো যাবে। এটির ব্যবহার করার বিষয়গুলো নিয়ে ইনস্টাগ্রাম একটি ভিডিও প্রকাশ করেছে। সেখানে এর ব্যবহারবিধি তুলে ধরা হয়েছে।


শর্টলিংকঃ