Site icon ইউনিভার্সাল ২৪ নিউজ

ইবির অধীন ফাযিল ও কামিল পরীক্ষার ফল প্রকাশ


ইবি প্রতিনিধি :

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) অধীন ফাযিল (স্নাতক) ২য় বর্ষ (অনিয়মিত), ৩য় বর্ষ পরীক্ষা ২০১৭ এবং কামিল (স্নাতকোত্তর) ২য় পর্ব (অনিয়মিত) পরীক্ষা ২০১৬ এর ফল প্রকাশিত হয়েছে। আজ সোমবার বেলা সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সভাকক্ষে অনুষ্ঠানিক ভাবে ফল প্রকাশ করা হয়। বিশ্ববিদ্যালয়ের  ওয়েবসাইট (www.iu.ac.bd) থেকে ফল জানা যাবে।

প্রকাশিত ফলে ফাযিল ২য় বর্ষ (অনিয়মিত) মোট ৪৬৫৬ জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ৩৭২২ জন। পাশের হার ৮৪.১৯%। ফাযিল ৩য় বর্ষের মোট পরীক্ষার্থী সংখ্যা ৪৫৯২১ জন। পাশকৃত শিক্ষার্থীর সংখ্যা ৪৪৪৩৫ জন। পাশের হার ৯৮.১০%। কামিলে মোট পরীক্ষার্থী ছিল ৯৯৫ জন। এর মধ্যে পাশ করেছে ৮৫১ জন। পাশের হার ৮৯.২০%।

জানা যায়, এ বছর ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধীনে দেশের ১২৭৮টি মাদ্রাসার ২৯২টি কেন্দ্রে ফাযিল পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। অন্যদিকে ২১৫টি মাদ্রাসার ১৩০টি কেন্দ্রে কামিল (স্নাতকোত্তর) (অনিয়মিত) পরীক্ষা অনুষ্ঠিত হয়।

ফল প্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. হারুন উর-রশিদ-আসকারী। বিশেষ অতিথি হিসেবে উপ-উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমান, সম্মানিত অতিথি হিসেবে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস এম আব্দুর লতিফ ও ধর্মতত্ব অনুষদের ডিন অধ্যাপক ড. আ ফ ম আকবর হোসাইন উপস্থিত ছিলেন।

এছাড়াও উপস্থিত ছিলেন, ইতিহাস বিভাগের অধ্যাপক ড. এমতাজ হোসেন, ইইই বিভাগের অধ্যাপক ড. মাহবুবর রহমান, ইংরেজি বিভাগের অধ্যাপক ড. মেহের আলী, ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক এ কে আজাদ লাভলু প্রমুখ।


Exit mobile version