Site icon ইউনিভার্সাল ২৪ নিউজ

 ইবির ‘রক্তিমা’র সভাপতি সাকিব সম্পাদক আরাফাত


ইবি প্রতিনিধি:

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) সেচ্ছায় রক্তদান সংস্থা রক্তিমা’র নতুন কমিটি গঠিত হয়েছে। কমিটিতে অর্থনীতি বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাকিব সরোয়ার সভাপতি ও গণিত বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের হোসাইন মোহাম্মাদ আরাফাত সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন। বুধবার সংগঠনের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 ইবির ‘রক্তিমা’র সভাপতি সাকিব সম্পাদক আরাফাত

সংগঠনকে গতিশীল ও সক্রিয় করার লক্ষ্যে সংগঠনের উপদেষ্টা অধ্যাপক ড. মেহের আলী ও অধ্যাপক ড. জাকারিয়া রহমান ৫ সদস্য বিশিষ্ট এ কমিটির অনুমোদন দেন। কমিটির অন্য সদস্যরা হলেন, সহ-সভাপতি মারিয়া খন্দকার, যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী রাফি ও সাংগঠনিক সম্পাদক সাকিব ফারাজি। বিজ্ঞপ্তিতে আগামী একমাসের মধ্যে কমিটি পূর্ণাঙ্গ করতে বলা হয়েছে।

উল্লেখ্য, ‘নিরাপদ হোক রক্তদান, আমার রক্তে বাঁচুক প্রাণ’ স্লোগানে ২০১৭ সালে সংগঠনটি যাত্রা শুরু করে। প্রতিষ্ঠার পর থেকে অসুস্থ ও অসহায় ব্যাক্তিদের স্বেচ্ছায় রক্ত দানসহ বিভিন্ন সচেতনামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে সংগঠনটি।

 


Exit mobile version